অসম্ভব দৃঢ় মানসিকতা এবং শারীরিক সক্ষমতার জোড়েই এই অসাধ্য সাধন। ২০১৯ সালে প্রথম বার মাউন্ট এভারেস্টে চড়তে গিয়ে খারাপ আবহাওয়ার জন্যে ফিরে আসতে হয়েছিল তাঁকে। ফেরার পথে কিছু পর্বতারোহীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, যাঁরা অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্টে ওঠার চেষ্টা করছিল। পিয়ালি তাঁদের দেখে উদ্বুদ্ধ হন এবং ঠিক করেন, পরের বার এভারেস্টে যখন চড়বেন, তখন অক্সিজেনের সাহায্য ছাড়াই উঠবেন। সেই প্রস্তুতিই শুরু করে দেন তিনি।