কলকাতা মেট্রোর মুকুটে জুড়ল নয়া পালক। ইতিহাস রচনা হল তিলোত্তমায়। দেশের প্রথমবার কোনও নদীগর্ভ দিয়ে গড়াল মেট্রোর চাকা। ছবি— ট্যুইটার/এক্স
বুধবার সকালে রাজ্যের ৩ মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অবশ্যই ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত গঙ্গার নীচের মেট্রো পরিষেবার উদ্বোধন। ছবি— সংগৃহীত।
সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড স্টেশন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফরও করেন হাওড়া ময়দান পর্যন্ত। ছবি— ট্যুইটার/এক্স
দেশের মধ্যে এই প্রথম জলের নীচে গড়াল মেট্রোর চাকা। নয়া নজির তৈরি হল দেশে। হাওড়া ময়দান রেলস্টেশন হয়ে উঠল দেশের সবচেয়ে গভীরতম মেট্রো রেলস্টেশন। ছবি— ট্যুইটার/এক্স
হুগলি নদীর নীচে দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। ছবি— ট্যুইটার/এক্স
মেট্রোয় মাত্র ৪৫ সেকেন্ডে গঙ্গা পার করা যাবে। হাওড়া থেকে ধর্মতলা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৮ মিনিটে। হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে। ছবি— ট্যুইটার/এক্স
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া থেকে এসপ্ল্যানেড শাখায় সফরের জন্য থাকবে স্মার্ট কার্ড পাঞ্চ করার ব্যবস্থা। এছাড়াও থাকবে টোকেন ব্যবস্থা। ছবি— ট্যুইটার/এক্স
পাশাপাশি, প্রবেশ এবং বাহির হওয়ার ক্ষেত্রে যাতে দ্রুতগতিতে কাজ করা যায় তার জন্য কিউআর কোড স্ক্যান ব্যবস্থাও থাকছে। ছবি— ট্যুইটার/এক্স
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এবার থেকে মেট্রোর ভিতর বসেই অনায়াসেই কথা বলা যাবেন বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ছবি— ট্যুইটার/এক্স
শুধুমাত্র ফোনে কথা বলাই নয়, ইন্টারনেটের কাজ, ডেটা ট্রান্সমিশনের কাজও সহজেই করা যাবে এবার মেট্রোতে। ছবি— ট্যুইটার/এক্স
এক টিকিটেই হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা ভ্রমণ করা যাবে। সেক্ষেত্রে এসপ্ল্যানেড নেমে উত্তর-দক্ষিণ মেট্রো ধরতে পারবেন যাত্রীরা৷ ছবি— ট্যুইটার/এক্স
নর্থ-সাউথ (ব্লু লাইন) ও ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন)-এর সঙ্গে সংযুক্ত হবে নিউ গড়িয়া ও বিমানবন্দর করিডর (অরেঞ্জ লাইন)। পরবর্তীকালে, এর এসপ্ল্যানেডে জুড়বে জোকা-বিবাদী বাগ করিডর (পার্পল লাইন)। ছবি— ট্যুইটার/এক্স
এসপ্ল্যানেড ও নিউ গড়িয়া হয়ে উঠবে ইন্টারচেঞ্জিং স্টেশন। মাত্র একটি টোকেনের মাধ্যমে এই তিনটি লাইনে যাতায়াতও করা যাবে। তিনটি লাইনেই বসান হচ্ছে স্বয়ংক্রিয় ভাড়া নিয়ন্ত্রণ গেট। ছবি— ট্যুইটার/এক্স
হাওড়া থেকে চালু হতে চলা মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া ৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড ভাড়া ১০ টাকা৷ ছবি— ট্যুইটার/এক্স
হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা৷ ছবি— ট্যুইটার/এক্স
নিউ গড়িয়া-রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া ভাড়া পড়বে ৫০ টাকা৷ একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা৷ ছবি— ট্যুইটার/এক্স