মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয় এবং স্বাধীন বাংলাদেশ গঠনের বর্ষপূর্তি প্রতি বছর এই সময় পালিত হয়ে থাকে।
ভারতে, সেনার ইস্টার্ন কমান্ডের সদর কলকাতায় সাড়ম্বরে উদযাপিত হয় এই বিজয় দিবস। এবছর ৫২ তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।
প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিদল এসেছে ভারতে। গত কয়েকদিন ধরে তাঁরা এই দিনটিকে ভারতীয় সেনার সঙ্গে পালন করছেন।
শহিদ স্মরণের পাশাপাশি সেনার একাধিক কর্মসূচি থাকে এই দিনকে ঘিরে। টানা তিনদিন ধরে চলে এই কর্মসূচি।
এরই অঙ্গ হিসেবে বিজয় দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার বিকেলে শহরের রেসকোর্সের মাঠে বিশেষ কেরামতি ও শক্তি-প্রদর্শন করলেন ভারতীয় সেনা জওয়ানরা।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা।
উপস্থিত ছিলেন সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল।
এদিনের বিশেষ প্রদর্শনীতে সামরিক দক্ষতা ও বিশেষ কেরামতি পেশ করেন ভারতীয় জওয়ানরা।
১২ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে লাফ দিয়ে স্কাই-ডাইভিং করে অবতরণ বা মোটারসাইকেল ও ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বিভিন্ন করম কসরত দেখান জওয়ানরা।
পাশাপাশি, আর্মি এভিয়েশন কোরের তরফেও বিশেষ প্রদর্শন আয়োজিত করা হয়। এর মধ্যে ছিল— এয়ার ওয়ারিয়র্সদের ড্রিল, নিচু দিয়ে মাইক্রো-লাইট এয়ারক্র্যাফটের ফ্লাই-বাই।
সেনার এই কেরামতি দেখে উচ্ছ্বসীত উপস্থিত সাধারণ দর্শকরাও। প্রবল করতালিতে তাঁরা গোটা বিষয়টি উপভোগ করেন। সব ছবি: প্রতিরক্ষামন্ত্রক