Holi 2023: হোলি খেলতে ভালো লাগলেও রাসায়নিককে ভয়? বাড়িতেই বানিয়ে নিন ভেষজ রং
দুদিন বাদেই হোলি। দেশজুড়ে পালিত হবে দোল উৎসব। রঙের উৎসবে রেঙে উঠবেন সক্কলে। বর্তমানে হোলিতে বহুবিধ বাজারজাত রং পাওয়া গেলেও আবিরই এই উৎসবের আসল। তবে আবিরের সঙ্গেও এখন বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক পদার্থ মেশানো থাকে। যা ত্বক ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। বাজারে ভেষজ আবিরেরও আকাশ ছোঁয়া দাম। দাম দিয়ে কিনলেও আদেও সেগুলো ভেষজ কি না তা পরীক্ষা করারও উপায় নেই। তাহলে কী করবেন? এই সমস্যা এড়াতে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির। এটি একদিকে যেমন পরিবেশবান্ধক, অন্যদিকে সুগন্ধিও। জানুন সহজে কীভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন রকমারি ভেষজ আবির।
হলুদ আবির: হলুদ গুঁড়ো ও ময়দা ১:২ অনুপাতে মিশিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন হলুদ আবির। এছাড়া কাঁচা হলুদ শুকিয়েও তৈরি করতে পারেন আবির। হলুদ গাঁদা ফুল মিশিয়েও হলুদ আবির বানাতে পারেন।
লাল আবির: জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে লাল আবির তৈরি করা যায়। এছাড়া লাল চন্দনের গুঁড়ো এর সঙ্গে মিশিয়েও বানাতে পারেন লাল আবির।
গোলাপী আবির: বিট ছোট ছোট করে কেটে তা শুকিয়ে নিয়ে বানিয়ে নিন গোলাপী আবির। গোলাপি রঙের গোলাপ ফুল শুকিয়েও বানাতে পারেন।
নীল আবির: অপরাজিতা ফুলের গুঁড়ো দিয়ে বানাতে পারেন নীল রঙের আবির।
কমলা আবির: কমলা গাঁদা ফুল কিংবা পলাশ ফুল শুকিয়ে গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য ট্যালকম পাউডার মেশালেই কমলা আবির তৈরি করতে পারবেন।
সবুজ আবির: হেনা পাউডার দিয়ে তৈরি করতে পারেন সবুজ রঙের আবির। এছাড়া নিমপাতা শুকিয়ে গুঁড়ো করেও বানাতে পারেন।
ম্যাজেন্টা আবির: বিটরুট বা গোলাপী রঙের কোনও ফল হল এই রঙের ভালো উত্সকেন্দ্র। বিটরুট কেটে জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এরপর মিশ্রণটি সিদ্ধ করে সারারাত রেখে দিন। যদি গাঢ় গোলাপী হালকা করতে চান তাহলে মিশ্রণটি একটু পাতলা করে নিন।
এছাড়া ফুড কালার ব্যবহার করেও বিভিন্ন রঙের আবির বানাতে পারেন। আবির বাড়িতে তৈরি করার সময় মিশিয়ে দিতে পারেন আপনার পছন্দের এসেন্সিয়াল অয়েলও।
দোল ও হোলির তারিখ: এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ, বাংলায় ২২ ফাল্গুন। হোলি পালন করা হবে ৮ মার্চ।
দোল পূর্ণিমার সময়কাল: ৬ মার্চ অপরাহ্ন ৪/১৮/৪৭ মিনিট থেকে ৭ মার্চ ৬/০/৪০ মিনিট পর্যন্ত।
Tags: