মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই দীপাবলি (Diwali) উৎসব সেনা জওয়ানদের সঙ্গেই উদযাপন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবারেও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএসএফ-এর লঞ্চে গুজরাতের কচ্ছ উপকূলের স্যর ক্রিক এলাকার লক্কি নালায় পৌঁছন। সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের মিষ্টিমুখ করান। এর পাশাপাশি সেনা, বায়ুসেনা, নৌবাহিনীর আধিকারিকদেরও শুভেচ্ছা জানান তিনি। কচ্ছে দাঁড়িয়ে মোদি বলেন, ‘‘সীমান্তের এক ইঞ্চি জায়গা নিয়েও আপস করবে না ভারত।’’
জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করতে পারাটা সবচেয়ে আনন্দের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন বলেন, ‘‘জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করতে পারাটা সবচেয়ে আনন্দের। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা (Diwali) জানাচ্ছি।’’ প্রধানমন্ত্রী তিন বাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা একটি সেনা, একটি বায়ুসেনা এবং একটি নৌবাহিনীকে দেখতে পাচ্ছি। কিন্তু তারা একসঙ্গে কাজ করে। আমাদের কাছে তাদের অস্বস্তিও একটাই।’’
#WATCH | Kachchh, Gujarat: Prime Minister Narendra Modi says, "There is such a government in this country that cannot compromise with even an inch of the country's land" pic.twitter.com/uyHnB1I9cT
— ANI (@ANI) October 31, 2024
দেশ রক্ষায় মানুষ সামরিক শক্তির ওপর ভরসা করে
প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘ভারত সীমান্তের এক ইঞ্চি জায়গা নিয়েও আপস করবে না। দেশ রক্ষায় মানুষ সামরিক শক্তির ওপর ভরসা করে। শত্রুদের কথায় নয়, আমাদের সেনা জওয়ানদের দৃঢ়তায় আস্থা রাখি। ভারতবাসী আপনাদের জন্য সুরক্ষিত বোধ করে। যখন বিশ্ব আপনাদের দিকে তাকায়, তখন তারা ভারতের শক্তি সম্পর্কে বুঝতে পারে। আর যখন শত্রুরা আপনাদের দেখে তখন তারা তাদের ষড়যন্ত্রের শেষটা দেখতে পায়।’’
বল্লভভাইকে স্মরণ
প্রসঙ্গত, ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীও বটে। এদিনটি দেশজুড়ে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়। বৃহস্পতিবার গুজরাতের কেভাড়িয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের বিশালাকায় মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘ভারত রত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে তাঁকে স্যালুট জানাই। তিনি দেশের ঐক্য এবং অখণ্ডতাকে রক্ষা করেছেন। এই বিষয়টাই তাঁর জীবনে অগ্রাধিকার পেয়েছে। তাঁর ব্যক্তিত্ব এবং কাজ দেশের প্রতিটি প্রজন্মকে উৎসাহ জোগাবে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours