মাধ্যম নিউজ ডেস্ক: টেটে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদেরই মধ্যে চাকরিপ্রার্থী অরণিমা পালের হাতে পুলিশকর্মীর কামড়ে দেওয়ার ঘটনায় বিস্মিত রাজ্যবাসী। এবার ওই ঘটনায় অভিযুক্ত মহিলা কনস্টেবলকে আগামী সোমবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে লালবাজার৷ ইতিমধ্যেই এই ঘটনায় ইভা থাপা নামে অভিযুক্ত মহিলা পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়েছে। শুক্রবারই লালবাজারের পক্ষ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুভেন্দুর চিঠি! রাতারাতি ৬টি মেডিক্যাল কলেজের উদ্বোধন বাতিল রাজ্যের
অরুণিমাকেও জিজ্ঞাসাবাদ
লালবাজার সূত্রে খবর, শুধু ইভা থাপাই নন, যাঁর হাতে কামড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই টেট পরীক্ষার্থী অরুণিমা পালকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ২০১৪ সালের টেট উত্তীর্ণ অরুণিমা অন্যদের সঙ্গে কলকাতার রাজপথে বিক্ষোভে নেমেছিলেন বুধবার। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে বিক্ষোভ চলাকালীন অন্যদের সঙ্গে তাঁকেও পুলিশ ভ্যানে তোলা হয়। অভিযোগ, তখন এক মহিলা পুলিশকর্মী অরুণিমাকে কামড়ে দেন। যদিও প্রথমে পুলিশের তরফে দাবি করা হয়, অরুণিমাও নাকি ওই পুলিশকর্মীকে কামড়েছেন। কিন্তু ঘটনার দু’দিন পরে গতকাল সরকারি হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক লিখিত ভাবে জানিয়ে দেন, অরুণিমার হাতে মানুষের কামড়েরই ক্ষত রয়েছে। এর পরেই বিষয়টি নিয়ে চাপে পড়ে যায় রাজ্য পুলিশ। শেষ পর্যন্ত লালবাজারের পক্ষ থেকে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়৷
আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রাপ্ত 'শিবলিঙ্গ' সংরক্ষণের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
লালবাজারের তদন্ত
এই ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ ২ বুদ্ধদেব মুখোপাধ্যায়কে। আগামী সোমবার তাঁর অফিসেই ওই অভিযুক্ত পুলিশকর্মীকে তলব করা হয়েছে বলে খবর। কামড়-কাণ্ডে ইনি ইভা এবং অরুণিমার বক্তব্য খতিয়ে দেখবেন। তবে, অভিযোগকারিণী অরুণিমা পালকে রোজই শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিতে হচ্ছে। ফলে তাঁকে সেখানেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই ক্যামাক স্ট্রিটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours