img

Follow us on

Saturday, Nov 23, 2024

CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এই পদগুলিতে।

img

সিআরপিএফ

  2022-12-29 18:29:47

মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিআরপিএফ। ১৪৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (CRPF Recruitment)। ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি। সিআরপিএফ- এ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) এবং হেড কনস্টেবল (মন্ত্রক)- এই দুই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এই পদগুলিতে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিআরপিএফ- এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in- এ যেতে হবে।  

এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য 

কবে থেকে শুরু হচ্ছে আবেদন?

আবেদন শুরু হচ্ছে ৪ জানুয়ারি, ২০২৩

আবেদনের শেষ দিন

২৫ জানুয়ারি, ২০২৩- এর মধ্যে আবেদন করতে হবে। 

শূন্যপদ

মোট শূন্যপদ ১৪৫৮।  অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। 

আবেদন পদ্ধতি

অনলাইনে গিয়ে আবেদন করতে হবে

ওয়েবসাইট

crpf.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

বেতন

বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি।

আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

বয়সসীমা

২৫ জানুয়ারি ২০২৩- এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫- এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীদের ১ মিনিটে ৩০ শব্দের হিন্দি টাইপিং স্পিড টেস্ট পাস করতে হবে। ১ মিনীটে যারা ৩৫ শব্দ লিখতে পারবেন তারা হেড কনেস্টেবল পদে আবেদন করতে পারবেন।   

নিয়োগ প্রক্রিয়া

  • প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করতে হবে।
  • তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। 
  • স্টেনো পদের জন্যে নেওয়া হবে স্কিল টেস্ট। 
  • এরপর ডক্যুমেন্ট ভেরিফিকেশন এবং সব শেষে মেডিক্যাল টেস্ট। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

news

Recruitment

job

CRPF

CRPF Recruitment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর