প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এফসিআই নিয়োগ
মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। নন-একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির আশায় বসে আছেন তাঁদের জন্যে সুবর্ন ৫০৪৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত
সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া
পদের নাম: নন-একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ৫০৪৩। উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদদক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদপশ্চিম অঞ্চল: ৭১৩টি পদপূর্বাঞ্চল: ৭৬৮টি পদউত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি
নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে
আবেদন শুরু: ০৬.০৯.২০২২
আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২
আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত
বয়স সীমা
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত পদে নিয়োগের বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা নিম্নরূপ।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২১ থেকে ২৮ বছর
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল)- ২১ থেকে ২৮ বছর
স্টেনো। গ্রেড-II – ২১ থেকে ২৫ বছর
AG-III (হিন্দি) – ২১ থেকে ২৮ বছর
AG-III (জেনারেল) – ২১ থেকে ২৭ বছর
AG-III (অ্যাকাউন্ট) – ২১ থেকে ২৭ বছর
AG- III (টেকনিক্যাল)- ২১ থেকে ২৭ বছর
AG-III (ডিপো) – ২১ থেকে ২৭ বছর
পয়লা অগাস্ট ২০২২ থেকে বয়স গণনা করা হবে।
বেতন
জুনিয়র ইঞ্জিনিয়র - টাকা ৩৪০০০- ১০৩৪০০
স্টেনো গ্রেড ২ - টাকা ৩০৫০০- ৮৮১০০
এজি গ্রেড ৩- টাকা ২৮২০০- ৭৯২০০
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ফেজ ১ এবং ফেজ ২ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড ২ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার ৩-র পরীক্ষা দিতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।