বেশি ঝুঁকি, বেশি লাভ এই তত্ত্বের দিকে না ঝুঁকে দীর্ঘ মেয়াদি কোনও ক্ষেত্রে বিনিয়োগ করুন...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাংক (Bank), পোস্টঅফিসে (Post Office) নিত্য কমছে সুদের হার (Interest)। জীবন বিমায় (Life Insurence) সুদের হার আরও কম। তাই লাভের মোটা অঙ্ক ঘরে তুলতে অনেকেই এখন ঝুঁকছেন স্টক মার্কেটে" target="_blank">আরও পড়ুন : মিউচ্যুয়াল ফান্ডে লগ্নি করতে চাইছেন? দেখতে পারেন এই পাঁচ স্কিম র (Stock Market) দিকে। স্টক মার্কেটের কারবারিরা বলছেন, ঠিকঠাক মতো জায়গায় বিনিয়োগ করতে পারলে ফলবে সোনা। জেনে নিন পাঁচটি পদ্ধতি। স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, এগুলি অনুসরণ করলে ধনী হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা।
পরিকল্পনা করুন: স্টক মার্কেটে টাকা খাটাতে হলে প্রথমেই আপনাকে পরিকল্পনা করতে হবে। কোথায় টাকা খাটাবেন, সে সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা দরকার। সবাই জানে, স্টক মার্কেটে টাকা খাটানোটা ঝুঁকির। তাই ভেবেচিন্তে পা ফেলুন। বেশি ঝুঁকি, বেশি লাভ এই তত্ত্বের দিকে না ঝুঁকে দীর্ঘ মেয়াদি কোনও ক্ষেত্রে বিনিয়োগ করুন। এক সঙ্গে বিভিন্ন সংস্থার ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করলে লাভ হবে বেশি।
আরও পড়ুন : মিউচ্যুয়াল ফান্ডে লগ্নি করতে চাইছেন? দেখতে পারেন এই পাঁচ স্কিম
বাজার বুঝুন: দ্বিতীয় ধাপ হল বাজার বোঝা। টাকা বিনিয়োগ করার আগে বাজার বোঝাটা জরুরি। কোনও একটি শেয়ারের বাজার দর যদি পড়তে থাকে, সেখানে ইনভেস্ট করতে হলে মেপে পা ফেলুন। যদি ভাবেন ফি বছর বিনিয়োগের একশো শতাংশ রিটার্ন আসবে, তাহলে ভুল করবেন। স্বল্প মেয়াদে বেশি রিটার্ন আসবে এমনটা ভাবাই ভুল।
বাস্তবোচিত হোন: বাজার সম্পর্কে বাস্তব ধারণা থাকতে হবে। বাস্তবোচিত না হলে বিপদে পড়বেন। কোথাও বিনিয়োগ করার আগে ভালো করে বোঝার চেষ্টা করুন।
আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস
লেভারেজড ইন্সট্রুমেন্টে যাবেন না: ইন্ট্রা-ডে অথবা ফিউচার অ্যান্ড অপশনে শুরুতে বিনিয়োগ না করাই ভাল। বাজার সম্পর্কে সড়গড় হলে, তবেই ইন্ট্রা-ডে অথবা ফিউচার অ্যান্ড অপশনে বিনিয়োগ করবেন। এ ধরনের বিনিয়োগে লাভের পরিমাণ যেমন বেশি, ঝুঁকিও ততটাই বেশি। অতএব, সাবধানে পা ফেলুন।
সাধারণভাবে শুরু করুন: মনে রাখবেন স্টক মর্কেট অনিশ্চিত। তাই কিছু না বুঝেই প্রথমে মোটা টাকা বিনিয়োগ করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। বিনিয়োগ করার সময় দ্রুত কোনও সিদ্ধান্ত নেবেন না। বাজার বুঝে তবেই বিনিয়োগ করুন। প্রথমে অল্প অল্প বিনিয়োগ করুন। বাজার সম্পর্কে সম্যক ধারণা হলে, তবেই বিনিয়োগ করুন মোটা অঙ্কের টাকা।
যাঁরা বাজার বোঝেন তাঁদের জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করা লাভদায়ক। তবে যাঁরা প্রথম স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, তাঁরা আগে বিষয়টি বোঝার চেষ্টা করুন ভালোভাবে। না হলে সমূহ বিপদ।