img

Follow us on

Saturday, Nov 23, 2024

Agniveer Vayu Result 2022: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

জুলাইয়ের ২৪- ৩০ তারিখের মধ্যে হয়েছিল অগ্নিপথ বায়ুর এই পরীক্ষা

img

ভারতীয় বায়ুসেনা

  2022-08-12 17:29:39

মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিবীর (Agniveer Vayu) পরীক্ষার ফল ঘোষণা করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। যারা প্রথম পর্যায়ের পরীক্ষায় বসেছিলেন তাঁরা agnipathvayu.cdac.in - এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন পরীক্ষার ফলাফল। 

জুলাইয়ের ২৪- ৩০ তারিখের মধ্যে হয়েছিল অগ্নিপথ বায়ুর এই পরীক্ষা। পরীক্ষার্থীকে নিজের লগইন আইডি দিয়ে দেখতে হবে পরীক্ষার ফল। 

আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

কী করে দেখবেন ফল?

  • প্রথমে agnipathvayu.cdac.in - এই ওয়েবসাইটটিতে যান।
  • এরপর হোমপেজে গিয়ে 'Candidate Login' - এই ট্যাবটিতে ক্লিক করুন। 
  • এবার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • তাহলেই আপনার 'অগ্নিবীর বায়ু' - এর ফল স্ক্রিনে ভেসে উঠবে। 
  • ফল ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট নিয়ে রাখুন।
  • পরের ধাপের পরীক্ষায় প্রয়োজন পড়বে এই ফলের হার্ড কপি। তাই খুব যত্নে রাখুন।

ফেজ ২ অনলাইন পরীক্ষার পরে বাছাই করা প্রার্থীদের ফিটনেস এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী 'অগ্নিবীর বায়ু'- পরীক্ষার জন্যে আবেদন করেছিলেন। সর্বশেষ ফল ঘোষণা করা হবে ২০২২ সালের ১১ ডিসেম্বর।  

আরও পড়ুন: নেপালি এবং গোর্খাদেরও সেনায় নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে

প্রশিক্ষণের মেয়াদ সহ চার বছরের চাকরিতে সেনাদের নিয়োগ করা হবে। এই অগ্নিবীরদের আর্মি অ্যাক্ট ১৯৫০-এর অধীনে নিয়োগ করা হবে এবং প্রার্থীরা স্থল, সমুদ্র বা আকাশপথে যেখানেই নির্দেশ দেওয়া হবে সেখানে যেতে বাধ্য থাকবেন। এই স্কিমের অধীনে নথিভুক্ত অগ্নিবীররা কোনও ধরনের পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না। 

বেতন ১ম বছর- মাসিক ৩০,০০০ টাকা, ২য় বছর– মাসিক ৩৩,০০০ টাকা, ৩য় বছর- মাসিক ৩৬,৫০০ টাকা, ৪র্থ বছর- মাসিক ৪০,০০০ টাকা। চার বছর শেষে করবিহীন এককালীন ১১ লক্ষ ৭২ হাজার টাকা দেওয়া হবে। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) এই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন এবং এর অধীনে সমস্ত সেনাদের অগ্নিবীর (Agniveer) বলা হবে জানিয়েছেন তিনি। 'অগ্নিপথ' প্রকল্পের অধীনে  স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা— এই তিন বিভাগেই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের চার বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। চার বছর পর তাঁদের মাত্র ২৫ শতাংশকে দীর্ঘ মেয়াদের জন্য সেনায় চাকরিতে নিয়োগ করা হবে। এই ঘোষণায় বিক্ষোভ শুরু হতেই বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করে দেয় কেন্দ্র। 

 

Tags:

Indian Air Force

Agnipath scheme

Agniveer Vayu

Agniveer Result


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর