img

Follow us on

Monday, Sep 16, 2024

IT Return: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন

ITR: বছরে ৫০০০০ টাকার কম যারা কর দেন তাঁদের ওপর প্রযোজ্য হবে না এই নিয়ম।

img

আয়কর রিটার্ন। ফাইল ছবি

  2022-05-20 19:05:25

মাধ্যম নিউজ ডেস্ক: সময়মতো আয়কর রিটার্ন (Income Tax Return) জমা করছেন না? তাহলে এখনই সাবধান হয়ে যান। একবছর পর থেকেই বেশি হরে কর (TDS) দিতে হবে আপনাকে। ১ এপ্রিল থেকে এই নিয়ম লাগু করেছে কেন্দ্রীয় সরকার। নতুন অর্থ আইন বিভিন্ন উৎস থেকে সঠিক আয়ের হিসেব রাখতে কর আদায়ের নিয়মে বদল এনেছে। অর্থ আইন ২০২১ অনুসারে, যদি কোনও করদাতার উৎসমূলে কাটা কর (TDS) বছরে ৫০ হাজার টাকার চেয়ে বেশি হয় ও গত ২ বছর তিনি টিডিএস না জমা দিয়ে থাকেন তবে ১ জুলাই থেকে আয়কর রিটার্ন জমা করার সময় তাঁকে বেশি হারে টিডিএস জমা করতে হত। এই হার সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত হতে পারে। কিন্তু এই অর্থবর্ষে নিয়মে দুবছরের সময় কমিয়ে এক বছর করেছে সরকার। 

১৯৬১ সালের আয়কর আইনের ২০৬ এবি ধারার অধীনে নতুন টিডিএস-এর হার হবে-আয়কর আইনের প্রাসঙ্গিক বিধানে থাকা নির্দিষ্ট হারের দ্বিগুণ বা বর্তমান হারের দ্বিগুণ বা পাঁচ শতাংশ হারে। টিসিএস-র ক্ষেত্রে আয়কর আইনের ২০৬ সিসিএ ধারার অধীনে থাকা হারের চেয়ে দ্বিগুণ বা ৫ শতাংশ হারে দিতে হবে কর।

তবে বছরে ৫০০০০ টাকার কম যারা কর দেন তাঁদের ওপর প্রযোজ্য হবে না এই নিয়ম। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা বা বেতনের ক্ষেত্রে নতুন বিধি প্রযোজ্য হবে না। এ ছাড়াও লটারি, খেলা থেকে প্রাপ্ত অর্থও নতুন বিধির আওতায় আসবে না। ২০২০-২১ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর।

 

Tags:

Income Tax

TDS

Income Tax Return

Ministry of Finance


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর