img

Follow us on

Thursday, Nov 21, 2024

The Department of Post: দশম শ্রেণি উত্তীর্ণ? ডাক বিভাগে চলছে বড় নিয়োগ, শূন্যপদ ৪৪ হাজার ২২৮

GDS Recruitment: ভারতীয় ডাক বিভাগে বিপুল নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

img

প্রতীকী ছবি

  2024-07-30 09:58:15

মাধ্যম নিউজ ডেস্ক: বিভিন্ন পদে নিয়োগের জন্য ইতিমধ্যে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ (The Department of Post)। ঐ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এর জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে দশম শ্রেণি পাশ। মোট ৪৪ হাজার ২২৮টি শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ (GDS Recruitment)। এর জন্য আবেদনগ্রহণ প্রক্রিয়া চলছে। আবেদন চলবে ৫ অগাস্ট পর্যন্ত।

দেশ জুড়ে ২৩টি সার্কেলে এই শূন্যপদ পূরণ করা হবে

ভারতীয় ডাক বিভাগের (The Department of Post) তরফ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে ২৩টি সার্কেলে এই শূন্যপদ পূরণ করা হবে। প্রতিটি রাজ্যে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। রাজস্থানে শূন্যপদের সংখ্যা ২,৭১৮, বিহারে শূন্যপদের সংখ্যা ২,৫৫৮, উত্তরপ্রদেশে শূন্যপদের সংখ্যা ৪,৫৮৮, মধ্যপ্রদেশের শূন্যপদের সংখ্যা ৪,০১১, ছত্তিশগড়ের শূন্যপদের সংখ্যা রয়েছে ১,৩৩৮টি।

নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি জানুন (The Department of Post)

যে সকল প্রার্থীরা কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করেছেন, তাঁরাই আবেদন করার যোগ্য। এর জন্য সাইকেল চালাতে জানতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৫ অগাস্ট ২০২৪ সাল পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে তালিকা এবং তার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছে ডাক বিভাগ।

কীভাবে করবেন আবেদন?

-প্রথমেই ডাক বিভাগের (The Department of Post) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

-তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিজের নাম, জন্ম-তারিখ, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে হবে।

-রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে লগ-ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে।

-পরবর্তীকালে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে।

-নিজের শিক্ষাগত যোগ্যতা (GDS Recruitment), বয়সের প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।

-পরীক্ষা ফি হিসেবে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে ১০০ টাকা।

-এরপরে দরখাস্তটি সাবমিট করতে হবে

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

India Post GDS Recruitment

The Department of Post


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর