কোর্স পড়ানো হবে ভারতের কেরল রাজ্যের এঝিমালার ন্যাভাল অ্যাকাডেমিতে।
ভারতীয় নৌসেনা
মাধ্যম নিউজ ডেস্ক: প্রশিক্ষণ দিয়ে ২১৭ জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। কেবলমাত্র অবিবাহিত তরুণ তরুণীরাই আবেদনের যোগ্য। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন যাঁরা , তাঁরাই আবেদনের যোগ্য। দুই ধরনের কোর্সের মাধ্যমে এই প্রশিক্ষণ চলবে এবং তার পরে সরাসরি নৌবাহিনীতে নিয়োগ করা হবে। এক্সটেন্ডেড কোর্সের মেয়াদ ৪৪ সপ্তাহ হবে এবং রেগুলার কোর্সের মেয়াদ ২২ সপ্তাহ হবে। এরপর ২ বছরের প্রবেশন। কোর্স শুরু হবে ২০২৩ সালের জুন মাসে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। কোর্স পড়ানো হবে ভারতের কেরল রাজ্যের এঝিমালার ন্যাভাল অ্যাকাডেমিতে। শুরুতে মূল বেতন ₹ ৫৬,১০০ , এরপর ন্যাভাল শিপস অ্যান্ড ট্রেনিং এস্টাবলিসমেন্টে প্রফেশনাল ট্রেনিং হবে। অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.joinindiannavy.gov.in , প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর।
শূন্য পদ
১. হাইড্রোক্যাডার, শূন্যপদ ৫৬ টি ,শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪
২. এয়ার ট্রাফিক কন্ট্রোলার, শূন্য পদ ৫টি, শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে হতে হবে।
৩. ন্যাভাল এয়ার অপারেশন অফিসার: শূন্য পথ১৫টি শিক্ষাগত যোগ্যতা মোট ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৯ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে ।
৪. পাইলট শূন্য পদ ৫টি শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৯ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে । কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে।
৫. লজিস্টিক শূন্য পদ ২০টি শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ।
৬.এডুকেশন ব্রাঞ্চ শূন্যপদ ১২টি, শিক্ষাগত যোগ্যতা গণিত বা অপারেশনাল রিসার্চ এ মাস্টার ডিগ্রি করে থাকতে হবে। সেক্ষেত্রে স্নাতক স্তরে ফিজিক্স পড়ে থাকতে হবে।
সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে হতে হবে ।
৭. টেকনিক্যাল ব্রাঞ্চ, শূন্য পদ ২৫ টি ,শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। শাখা গুলি হলো - মেকানিক্যাল, প্রোডাকশন ,মেরিন ইন্সট্রুমেন্টেশন, এরোনটিকাল ইন্ডাস্ট্রিয়াল ইত্যাদি। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ।
৮. ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ শূন্যপদ ৪৫টি ,শিক্ষাগত যোগ্যতা মোট ৬০ শতাংশ নম্বর সহ নিম্নলিখিত যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আপ্লাইড ইলেকট্রনিক্স ইত্যাদি। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ।
৯. ন্যাভাল কনস্ট্রাক্টর, শূন্যপদ ১৪ টি , শিক্ষাগত যোগ্যতা, মোট ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে শাখা গুলি হল ,মেকানিক্যাল সিভিল ,অ্যারোনটিকাল আরো স্পেস ,ইত্যাদি । বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ।
Tags: