img

Follow us on

Friday, Nov 22, 2024

ITBP Recruitment: ১৮৬ জন কনস্টেবল নেবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বেতন কত জানেন?

যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আইটিআই বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।

img

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ

  2022-10-29 15:29:39

মাধ্যম নিউজ ডেস্ক: কনস্টেবল (মোটর মেকানিক) পদে ১৮৬ জন নিয়োগ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (ITBP Recruitment)। আবেদনের শেষ তারিখ ২৭-১১-২০২২, দু ধরনের কনস্টেবল নিয়োগ করা হবে। একটি 'হেড কনস্টেবল' অপরটি 'কনস্টেবল' ।

১) হেড কনস্টেবল (মোটর মেকানিক): মোট শূন্য পদ ৫৮ টি (জেনারেল ২৬ ,ওবিসি ১৪, তফশিলি জাতি আর তফশিলি উপজাতি ৪। মূল বেতন ₹ ২৫,৫০০- ₹ ৮১,১০০

উচ্চ মাধ্যমিক পাশরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলে এই পদে আবেদন করতে পারেন অথবা উচ্চ মাধ্যমিক পাশরা আইটিআই বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলেও আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে ৩ বছরের হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: চিকিৎসা করাতে এসে প্রণয়, মানসিক হাসপাতালেই সাতপাকে বাঁধা পড়লেন ২ রোগী 

২) কনস্টেবল (মোটর মেকানিক): শূন্য পদ ১২৮ টি (জেনারেল ৫৪ ,ওবিসি ৩৩, তফশিলি জাতি, ১৮ তফশিলি উপজাতি ১০)
মূল বেতন ₹ ২১,৭০০ - ₹৬৯,১০০ 

যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আইটিআই বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। আবার মাধ্যমিক পাশরা কোন সংস্থায় মোটর মেকানিক সংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে‌। সাড়ে ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়‌, ৩ বার সুযোগে ১১ ফুট লং জাম্প, ৩ সুযোগে সাড়ে তিন ফুট হাই জাম্প। সফল হলে লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে।  www.recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পরীক্ষার ফি ১০০টাকা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

job

Vacancy

ITBP Recruitment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর