img

Follow us on

Saturday, Jan 18, 2025

Agniveer Recruitment: অগ্নিবীর প্রকল্পে এবার সুযোগ পাবেন আইটিআই ও পলিটেকনিক পাশ তরুণ তরুণীরা

সেনা সূত্রে আরও জানানো হয়েছে, আইটিআই পাশ তরুণ-তরুণীদের নেওয়া হবে জওয়ানদের টেকনিক্যাল পদে

img

প্রতীকী ছবি

  2023-02-27 17:35:25

মাধ্যম নিউজ ডেস্ক: সেনার অগ্নিবীর প্রকল্পে (Agniveer Recruitment) এবার থেকে সুযোগ পাবেন আইটিআই এবং পলিটেকনিক পাশ তরুণ-তরুণীরাও। ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে সব রাজ্য সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে অনুরোধ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই তথ্য জানিয়ে দিতে।
সেনা সূত্রে জানানো হয়েছে, আইটিআই পাশ ছেলেমেয়েদের অগ্নিবীর প্রকল্পে ৩০ শতাংশ নম্বর বোনাস দেওয়া হবে। তাদের কাজের অভিজ্ঞতা থাকলে বোনাস মিলবে ৪০ শতাংশ। আর ৫০ শতাংশ বোনাস পাবেন পলিটেকনিক পাশ তরুণ-তরুণীরা।

সেনা সূত্রে আরও জানানো হয়েছে, আইটিআই পাশ তরুণ-তরুণীদের নেওয়া হবে জওয়ানদের টেকনিক্যাল পদে। আর্মি, এয়ারফোর্স ও নেভি, তিন বাহিনীতেই জওয়ানদের একাংশকে টেকনিক্যাল পদে কাজ করতে হয়।

আরও পড়ুন: ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, জানুন বিস্তারিত

গতবছর চালু হয় অগ্নিবীর প্রকল্প (Agniveer Recruitment)

প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এই প্রকল্পে চলতি বছরে মোট ৪৬ হাজার নিয়োগ হবে। গত বছরে এই অগ্নিবীর প্রকল্প শুরু হয়েছে, যেখানে সাড়ে ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দশম শ্রেণী পাশ। কাজে যোগ দেওয়া মাত্রই তাদের বেতন হবে বার্ষিক ৪ লক্ষ ৭৬ হাজার টাকা এবং চতুর্থ বছরে এই বেতন বেড়ে হবে ৬ লক্ষ ৯২ হাজার টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে চার বছরে বেতন বাবদ মোট ১১ লক্ষ ৭২ হাজার টাকা মিলবে এর পাশাপাশি কোন খরচ ছাড়াই ৪৮ লক্ষ টাকার বিমা এবং চার বছর শেষে একটা লীন ১১ লক্ষ ৭১ হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ারও সুবিধা পাবেন অগ্নিবীররা ।

আরও পড়ুন: লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যায় যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির! কী বললেন বিচারপতি মান্থা?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



 

 

Tags:

Agniveer recruitment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর