img

Follow us on

Saturday, Nov 23, 2024

Job Vacancies: কেন্দ্রীয় দপ্তরগুলিতে কত শূন্যপদ আছে জানেন?

চলতি বছরের অক্টোবরে, সরকার নতুন নিয়োগ করেছে ৭৫,০০০ জনকে এবং নভেম্বরের ক্ষেত্রে এই সংখ্যা ৭১,০০০ জন

img

প্রতীকী ছবি

  2022-12-10 14:46:51

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের অগাষ্ট মাসে কেন্দ্রীয় সরকার সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে  ৯,৭৯,৩২৭ গুলি পদ খালি (Job Vacancies) রয়েছে। এর মধ্যে ২৩,৫৮৪টি গ্রুপ এ' পদ, ১,১৮,৮০৭টি গ্রুপ বি' পদ এবং ৮,৩৬,৯৩৬টি গ্রুপ সি' পদ।

এরমধ্যে একমাত্র রেলেই রয়েছে ২,৯৩,৯৪৩টি শূন্যপদ (Job Vacancies)। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকে রয়েছে ২,৬৪,৭০৪টি শূন্যপদ (Job Vacancies) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শূন্যপদের সংখ্যা ১,৪৩,৫৩৬টি।কংগ্রেস সাংসদ দীপক বাইজ সংসদে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর  এবং পাবলিক সেক্টরগুলিতে(পিএসইউ) কত শূন্যপদ (Job Vacancies) রয়েছে? প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী (এমওএস) জিতেন্দ্র সিং বলেছিলেন, চলতি অর্থবছরে  ১,৪৭০০০ নতুন নিয়োগ হয়েছে বিভিন্ন মন্ত্রক, দপ্তর, PSU, ব্যাঙ্ক এবং রেল সহ অন্যান্য প্রতিষ্ঠানে।


কেন্দ্রীয় পরিসংখ্যান কী বলছে?

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবরে, সরকার নতুন নিয়োগ করেছে ৭৫,০০০ জনকে এবং নভেম্বরের ক্ষেত্রে এই সংখ্যা ৭১,০০০ জন। নতুন নিয়োগপ্রাপ্তরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে যোগদান করবেন। 

সরকার আগামী দেড় বছরের মধ্যে ১০,০০০০০ জনকে "মিশন মোডে" নিয়োগ করার পরিকল্পনা করেছে, যার মধ্যে গ্রুপ বি এবং সি পরিষেবাগুলিতে প্রায় ৯৮ শতাংশ শূন্যপদ (Job Vacancies) রয়েছে। প্রসঙ্গত,গত অগাস্ট মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি  ট্যুইট করা হয়েছিল কয়েকদিন আগে। যেখানে বলা হয়েছিল, "প্রধানমন্ত্রী সমস্ত দপ্তর  এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী দেড় বছরের মধ্যে 'মিশন মোডে' ১০ লক্ষ লোক নিয়োগ করবে।"

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত তিন বছরে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) মাধ্যমে নিয়োগ হয়েছে। ইউপিএসসি-র মাধ্যমে  ২০১৮-১৯ সালে নিয়োগ হয়েছিল ৪,৩৯৯ জন। ২০১৯-২০ সালে এই সংখ্যা ছিল ৫,২৩০ এবং ২০২০-২১ সালের সংখ্যা হলো ৩,৬০৯ জন অর্থাৎ মোট ১৩,২৩৮ জন।

এসএসসির ক্ষেত্রে, ২০১৮-১৯ সালে ১৬,৭৪৮ জনকে নিয়োগ করা হয়েছিল, ২০১৯-২০ সালে নিয়োগ করা হয়েছিল ১৪,৬৯১ জনকে, ২০২০-২১ সালে এই সংখ্যা ছিল ৬৮,৮৯১; অর্থাৎ মোট ১,০০,৩৩০ কর্মচারী নিয়োগ হয়েছে।

 এরমধ্যে রেলওয়ে বোর্ড সামগ্রিকভাবে ১,৫১,৯০০ জনকে নিয়োগ করেছে বলেই জানা গেছে, যার মধ্যে ২০১৯-২০ সালে সবথেকে বেশি ১,২৮,৪৫৬ জনকে নিয়োগের দরখাস্ত হাতে তুলে দেওয়া হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

 

Tags:

Central Goverenment Jobs


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর