img

Follow us on

Saturday, Jan 18, 2025

PM Svanidhi Yojana: ফুটপাতে ব্যবসা করেন? মোদি সরকার দিচ্ছে স্বল্প সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

Modi Government: ফুটপাত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালু করেছে কেন্দ্র, কীভাবে করতে হবে আবেদন?

img

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্প, ফুটপাত ব্যবসায়ীদের পাশে মোদি সরকার (সংগৃহীত ছবি)

  2024-10-19 16:57:35

মাধ্যম নিউজ ডেস্ক: ফুটপাতের পণ্য বিক্রেতাদের পাশে মোদি সরকার ( PM Svanidhi Yojana)। ফুটপাত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার (Modi Government) চালু করেছে ‘প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে দেশের ফুটপাত ব্যবসায়ীদের স্বল্প সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। জানা গিয়েছে, প্রকল্পের আওতায় প্রথমে ১০ হাজার টাকা প্রদান করা হবে। তারপরে, দ্বিতীয় কিস্তিতে ২০ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে আরও ২০ হাজার দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে, কারা পাবেন ঋণ, সে নিয়েই আজকে আমাদের প্রতিবেদন।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পে ( PM Svanidhi Yojana) কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

আবেদনকারীর ব্যবসা কমপক্ষে ২ বছরের পুরনো হতে হবে।

কোন কোন প্রয়োজনীয় নথি লাগবে?

- আধার কার্ড

- প্যান কার্ড

- আয়ের শংসাপত্র

- বাসস্থান সার্টিফিকেট

- স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের শংসাপত্র

- ব্যাঙ্ক পাসবুক

- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

- মোবাইল নম্বর

কীভাবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ( PM Svanidhi Yojana) আবেদন করবেন?

- প্রথমে আপনাকে pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

- এর পরে, অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে ঋণের আবেদনের জন্য তিনটি অপশন দেখাবে।

- এর পরে, আপনাকে নিজের ( PM Svanidhi Yojana) পছন্দ অনুযায়ী ঋণ অপশনে ক্লিক করতে হবে।

- এর পরে, আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে।

-এর পরে, ক্যাপচা কোড লিখতে হবে।

- এর পর Request OTP-তে ক্লিক করবেন। মোবাইলে OTP আসবে, পরে তা সাবমিট করবেন।

- এর পরে, আবেদনপত্রের পাতা খুলে যাবে, সমস্ত প্রয়োজনীয় তথ্য সমেত এটি পূরণ করতে হবে।

- এরপরে, সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Modi Government

PM Svanidhi Yojana


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর