img

Follow us on

Sunday, Jan 19, 2025

Railway Recruitment: রেলে নিয়োগ, শূন্যপদ ৫৯৬, জানুন বিস্তারিত

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর৷

img

রেলে নিয়োগ

  2022-10-31 13:19:32

মাধ্যম নিউজ ডেস্ক: যারা কেন্দ্র সরকারের চাকরির জন্যে অপেক্ষা করছেন তাদের জন্যে সুখবর। কর্মী নিয়োগ করছে রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC), সেন্ট্রাল রেলওয়ে (CR) স্টেনোগ্রাফার, সিনিয়র কমন ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, গুডস গার্ড, স্টেশন মাস্টার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। rrccr.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।

আরআরবি রেলওয়ে নিয়োগ ২০২২-র বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে মোট ৫৯৬টি পদে কর্মী নিয়োগ করা হবে। ২৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর৷ এই রেলওয়ে নিয়োগ  আরপিএফ/আরপিএসএফ কর্মীদের জন্যে নয়।   
 
শূন্যপদ 

স্টেনোগ্রাফার- ৮টি পদ
সিনিয়র কমল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক- ১৫৪টি পদ
গুডস গার্ড-৪৬টি পদ
স্টেশন মাস্টার-৭৫টি পদ
জুনিয়র অ্যাকাউন্টস সহকারী-১৫০টি পদ
জুনিয়র কমল ক্লার্ক কাম টিকেট ক্লার্ক-১২৬পদ
অ্যাকাউন্টস ক্লার্ক-৩৭টি পদ
মোট শূন্যপদের সংখ্যা-৫৯৬টি 

যোগ্যতা 

কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন তাঁরাও আবেদন করতে পারেন। 

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

বয়স সীমা

অসংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪২ বছর। ওবিসি প্রার্থীদের জন্য বয়স সীমা ৪৫ বছর এবং এসসি/ এসটি প্রার্থীদের জন্য বয়স সীমা ৪৭ বছর (১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী)

আরও পড়ুন: বাংলায় গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে, মুখ্যমন্ত্রীর 'আবেদনে'র প্রেক্ষিতে পাল্টা দিলেন রিজিজু 
 
নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অবজেকটিভ প্রশ্ন থাকবে। মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। তারপরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তারপর মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

job

Vacancy

Railway Recruitment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর