img

Follow us on

Friday, Nov 22, 2024

Agniveer Recruitment: দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগ শুরু হতে চলেছে, প্রক্রিয়ায় কী কী বদল এল?

এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন নৌসেনার ‘অগ্নিবীর’-রা।

img

অগ্নিবীর নিয়োগ

  2023-02-05 15:10:13

মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগের (Agniveer Recruitment) ঘোষণা করল ভারতীয় সেনা। তবে কিছু বদল আনা হয়েছে প্রক্রিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে অগ্নিবীর হিসেবে সেনায় যোগ দিতে হলে শুরুতেই সাধারণ প্রবেশিকা পরীক্ষা বা সিইই দিতে হবে। সিইই- তে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের এরপর দিতে হবে ফিটনেস টেস্ট। এরপর মেডিক্যাল  পরীক্ষা উতরোতে পারলে তবে ভারতীয় সেনায় সুযোগ পাওয়া যাবে। ইতিমধ্যেই সেনার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রমতে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করবে প্রতিরক্ষা মন্ত্রক। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিলে অগ্নিবীর নিয়োগের জন্য প্রথম সিইই নেওয়া হতে পারে। এই পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের প্রায় ২০০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আগেও সিইই নেওয়া হত। তবে সেটা ছিল সব শেষের পরীক্ষা। এবার এই পরীক্ষাটাই নেওয়া হবে শুরুতে।

কী জানা গেল? 

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ‘অগ্নিবীর’ (Agniveer Recruitment)  হিসেবে সেনায় যোগ দিয়ে দেশের সেবা করার লক্ষ্যে যুবক-যুবতীরা আবেদনপত্র পাঠাচ্ছেন। আগের নিয়ম অনুযায়ী, প্রথম তাঁদের ফিটনেস টেস্ট নেওয়া হত। তারপর হত মেডিক্যাল পরীক্ষা। এই দু’টিতে যাঁরা নির্বাচিত হতেন, তাঁরা সিইই দিতেন। কিন্তু, এই পদ্ধতিতে সেনায় যোগ দিতে ফিটনেস টেস্টে আসতেন বিশাল সংখ্যক যুবক-যুবতী। তাঁদের সামলাতে রীতিমতো হিমসিম খেতে হত সেনাকর্মী ও অফিসারদের। সেই কারণেই এবার থেকে প্রথমে সিইই টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এতে ভিড় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সেনা কর্তাদের একাংশ।

এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন নৌসেনার ‘অগ্নিবীর’-রা (Agniveer Recruitment) । বর্তমানে ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ চলছে মহারাষ্ট্রের নাসিকের আর্টিলারি ট্রেনিং সেন্টারে। সেনায় এটাই ছিল অগ্নিবীর-দের প্রথম ব্যাচ। প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় আড়াই হাজার অগ্নিবীর। এই অগ্নিবীরদের শেখানো হচ্ছে আগ্নেয়াস্ত্র চালানো। এছাড়াও প্রযুক্তিগত সহকারী, রেডিও অপারেটর ও গাড়ির চালক হিসেবে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনা। মোট ৩১ সপ্তাহ ধরে চলবে এই ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ। এর মধ্যে প্রথম ১০ সপ্তাহে শেষ হবে প্রাথমিক প্রশিক্ষণ। পরবর্তী ২১ সপ্তাহ ধরে দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ।

আরও পড়ুন: আয়কর সরল হোক, চেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী, জানালেন নির্মলা সীতারমন

নরেন্দ্র মোদি সরকার তিন সেনায় নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু  (Agniveer Recruitment) করে। শুধুমাত্র অফিসার পদে এই প্রক্রিয়ায় নিয়োগ হয় না। গত বছর থেকে চালু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। সাড়ে ১৭ থেকে ২১ বছর পর্যন্ত যে কোনও যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের চুক্তি ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।      
 
     

Tags:

job

Agniveer recruitment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর