Life Insurance: বাজারে বিভিন্ন রকমের জীবনবিমা রয়েছে। অনেক সময়ই আমরা বুঝতে পারি না কোথায় বিনিয়োগ করব।
কোন জীবনবিমা বেশি লাভজনক? (প্রতীকী ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: জীবনের যে কোনও অপ্রীতিকর ঘটনা থেকে সুরক্ষা দেয় জীবনবিমা। বর্তমানে প্রায় প্রত্যেকেই জীবনবিমা করার বিষয়ে যথেষ্ট সচেতন। এক বা একাধিক জীবনবিমায় টাকা রেখে আমরা সবাই নিশ্চিন্ত হতে চাই। যেকোনও জীবনবিমায় টাকা রাখলেই তো হবে না, পরিশ্রমে অর্জিত টাকা রাখতে হবে ভেবেচিন্তে। জানতে হবে কোন জীবনবিমায় টাকা রাখলে আপনি সব থেকে বেশি লাভের টাকা ঘরে তুলতে পারবেন।
বাজারে বিভিন্ন রকমের জীবনবিমা রয়েছে। অনেক সময়ই আমরা বুঝতে পারি না কোথায় বিনিয়োগ করব। মেয়াদী জীবনবিমা, আজীবনবিমা, মানিব্যাক, এনডাওমেন্ট, শিশুদের জন্য বিমা, অবসরকালীন সময়ের জন্য বিমা -- এরকম আরও বহু বিমার কথা আমরা অহরহ শুনতে পাই।
মেয়াদী বিমায় (Term Life Insurance) পলিসিহোল্ডারের মৃত্যুতে নমিনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান। কিন্তু পলিসিহোল্ডার বিমার মেয়াদ পেরনো অবধি জীবিত থাকলে তিনি কোনও টাকা পাবেন না। এই সমস্যার সমাধান করতে বহু বিমা কোম্পানি এই বিমার সঙ্গে টাকা ফেরত পাওয়ার সুবিধা যুক্ত করেছে। তাতে কিছু বাড়তি টাকা গুনতে হবে পলিসিহোল্ডারকে।
এনডওমেন্ট বিমায় (Endowment Insurance) পলিসিহোল্ডার মৃত্যুর পর টাকা তো পাওয়াই যাবে, উপরন্তু সঞ্চয়ের সুযোগও করে দেয় এই বিমা। বিমার মেয়াদের শেষে মোটা অঙ্কের একটি টাকা পান পলিসিহোল্ডার। বিশেষজ্ঞদের মতে যাদের খরচার হাত বেশি এবং একদম সঞ্চয় করতে পারেন না তাদের জন্যে আদর্শ এই বিমা।
আজীবনবিমায় (Whole Life Insurance) ১০০ বছরের কভারেজ পান পলিসিহোল্ডার। নির্দিষ্ট সময় অবধি প্রিমিয়াম জমা দিতে হয়। তারপরে আজীবনের জন্যে সুরক্ষিত পলিসিহোল্ডার। ধরুন, কেউ যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে প্রিমিয়াম দিয়ে একটি ১৫ লক্ষ টাকার বিমা করেন। তাহলে তার প্রথম দিন থেকেই ১৫ লক্ষ টাকা সঞ্চয় নিশ্চিত। তারপরে বছর বছর সেই টাকার অঙ্ক বাড়তে থাকে।
প্রতিটি বিমারই কিছু সুবিধে কিছু অসুবিধে রয়েছে। তাই আপনার কী প্রয়োজন সেটা আপনাকেই বুঝতে হবে আর সেইমতো বিমা নির্বাচন করতে হবে।