img

Follow us on

Thursday, Sep 19, 2024

Income Tax e-Verification: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

আপনার আয়কর রিটার্ন খাতায় কলমে অবৈধ হিসেবে গণ্য হবে এবং তা খারিজ হবে...

img

ছবি প্রতীকী

  2022-08-02 18:05:25

মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে ৩১ জুলাই। সময়সীমা বাড়ায়নি কেন্দ্র। এবার ই-ভেরিফিকেশনের (e-Verification) সময়সীমাতেও পড়ল কোপ। ১২০ দিন থেকে কমিয়ে করা হল ৩০ দিন। অর্থাৎ, ৩১ অগাস্টের (August) মধ্যে শেষ করতে ই-ভেরিফিকেশনের কাজ। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে ই-ভেরিফিকেশন সম্পন্ন না করলে, আপনার আয়কর রিটার্ন খাতায় কলমে অবৈধ হিসেবে গণ্য হবে এবং তা খারিজ হবে। 

এই ই-ভেরিফিকেশনের কাজ বিভিন্ন উপায়ে করতে পারেন। জেনে নিন কীভাবে করবেন ই-ভেরিফিকেশনের কাজ—

আধার নির্ভর ওটিপি: আধার নির্ভর ওটিপি ব্যবহার করে ই-ভেরিফিকেশন করার আগে আপনার মোবাইল নম্বরটি আপনার আধারের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা, তা যাচাই করে নিন। প্যানের সঙ্গেও থাকতে হবে আধার সংযুক্তিকরণ। এবার ই-ভেরিফাই পেজে গিয়ে 'I would like to verify using OTP on mobile number registered with Aadhaar' সিলেক্ট করুন। এবার ‘Continue' ক্লিক করুন। স্ক্রিনে পপ-আপ আসবে। 'I agree to validate my Aadhaar details' লেখা টিক বক্স ক্লিক করুন। এরপর 'Generate Aadhaar OTP' লেখার ওপর ক্লিক করুন। ছয় সংখ্যার একটি ওটিপি এসএমএস আসবে মোবাইলে। মনে রাখবেন, এই ওটিপি কেবলমাত্র ১৫ মিনিটের জন্য বৈধ থাকবে। যে ওটিপি পেলেন, তা নির্দিষ্ট বক্সে টাইপ করুন। এরপর 'Submit' বটনে ক্লিক করুন। সব পদ্ধতি ঠিকঠাক হলে জানবেন আপনার আয়কর রিটার্ন ভেরিফায়েড হয়ে যাবে। 

আরও পড়ুন : আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

নেট ব্যাংকিং: দ্বিতীয় পদ্ধতি হল নেট ব্যাংকিং। ই-ভেরিফাই পেজে গিয়ে 'Through Net Banking' সিলেক্ট করুন। ক্লিক 'Continue'। সেই ব্যাংকটি তালিকা থেকে সিলেক্ট করুন যার মাধ্যমে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে চান। আবার ক্লিক করুন 'Continue'। স্ক্রিনে পপ-আপ ভেসে উঠবে। তাতে একটি ডিসক্লেমার থাকবে। পড়ে 'Continue'-তে গিয়ে ক্লিক করুন। 

ব্যাংক অ্যাকাউন্ট: তৃতীয় পদ্ধতি হল ব্যাংক অ্যাকাউন্ট। কোনও একটি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে একটি ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড (EVC) জেনারেট করুন। এই নম্বরটি মনে রাখুন। এর জন্য একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আয়কর রিফান্ডের জন্য এই বৈধ ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য প্রয়োজন। 

ডিম্যাট অ্যাকাউন্ট: আয়কর ই-ভেরিফিকেশনের আর একটি পদ্ধতি হল ডিম্যাট অ্যাকাউন্ট। ই-ভেরিফাই পেজে গিয়ে  'Through Demat Account' সিলেক্ট করুন এবং 'Continue'-তে ক্লিক করুন। ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড জেনারেট হবে। 

আরও পড়ুন : তৃণমূলের ‘হিসাব’ রাখা আইনজীবীর বাড়িতে আয়কর হানা কেন? কী পাওয়া গেল জানেন?
আপনার নথিভুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডিতে চলে যাবে ইভিসি কোড। এবার ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ও ই-মেলে পাওয়া ইভিসি সংযুক্ত করুন এবং ক্লিক করুন e-Verify। 

ব্যাংক এটিএম: ব্যাংকের এটিএম কার্ড দিয়েও ইভিসি জেনারেট করা যাবে। এই সুবিধা মিলবে অ্যাক্সিস ব্যাংক, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ব্যাংক এটিএমে গিয়ে কার্ড সোয়াইপ করুন। এটিএম পিন নম্বর দিন। 'Generate EVC for Income tax filing' সিলেক্ট করুন। ই-ফাইলিং পোর্টালের সঙ্গে নথিভুক্ত মোবাইলে এবং ইমেল আইডিতে ইভিসি নম্বর আসবে। 

সেন্ডিং সাইন্ড আইটিআর-ভি: ওপরের কোনও একটি বৈদ্যুতিন পদ্ধতিতে যদি আপনার ই-ভেরিফিকেশন না হয়, তাহলে একটা স্বাক্ষরিত কপি আইটিআর-ভি আয়কর বিভাগে ডাকের মাধ্যমে পাঠান।

Tags:

Income Tax

Income Tax e-Verification

e-Verification. ITR


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর