সাধারণত বছরে দু'বার ইউজিসি নেট পরীক্ষা হয়।
ইউজিসি
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৬ সেপ্টেম্বর ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২ নেট ফেজ ২ পরীক্ষার (UGC NET Phase 2) অ্যাডমিট কার্ড প্রকাশ করতে পারে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in - এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেশজুড়ে ৬৪টি বিষয়ে ২০-৩০ সেপ্টেম্বর নেট পরীক্ষা নেওয়া হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক এবং গবেষক নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়।
আরও পড়ুন: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত
কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
কী করে পরীক্ষা কেন্দ্র জানবেন?
সাধারণত বছরে দুবার ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাসের জন্য ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি ও ২০২২ সালের জুন মাসের পরীক্ষাও পিছিয়ে যায়। তাই নেট পরীক্ষা আবারও বছরের ঠিক সময় মত করার জন্য এবারে দুই সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে।
আরও পড়ুন: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে নেট পরীক্ষার আবেদনপত্র দাখিল করার শেষ দিন ছিল। খুব শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হলটিকিট দেওয়া হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।