Sonia Gandhi: সোনিয়াকে টানা ছ’ ঘন্টা জেরা ইডির, ফের তলব বুধে   

প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরার নাম নিলেন সোনিয়া...
Sonia_Gandhi
Sonia_Gandhi

মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আজ, বুধবার ফের ইডি (ED) দফতরে তলব  করা হয়েছে কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi)। এনিয়ে মোট তিনবার তলব করা হল কংগ্রেসের প্রবীণ নেত্রীকে। এর আগে মঙ্গলবারও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সোনিয়া। এদিন ঘণ্টা ছয়েক ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বর্ষীয়ান নেত্রীকে। সূত্রের খবর, সোনিয়ার জবাবে সন্তুষ্ট নন ইডি কর্তারা। সেই কারণেই ফের মঙ্গলবার তলব করা হয় তাঁকে।

এদিন সকাল ১১টা নাগাদ মেয়ে প্রিয়ঙ্কা ও ছেলে রাহুলকে নিয়ে ইডি দফতরে হাজির হন সোনিয়া। মায়ের স্বাস্থ্যের কথা ভেবে জিজ্ঞাসাবাদের পুরো সময়টাই ইডির দফতরে বসেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আর ইডির দফতরে তলবের প্রতিবাদে কংগ্রেসের তরফে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দেন রাহুল। সেখানে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, এদিন ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র ও ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে কংগ্রেস নেত্রী কতটা জড়িত, তা নিয়ে নানা প্রশ্ন করা হয়। ইডি সূত্রে খবর, এর মধ্যে তিনি প্রায় ৩০টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিন প্রথমে টানা আড়াই ঘণ্টা জেরা করা হয় কংগ্রেস নেত্রীকে। মাঝে মধ্যাহ্নভোজের জন্য ৯০ মিনিটের বিরতি দেওয়া হয়। দুপুর থেকে ফের শুরু হয় জেরা। চলে সন্ধে সাতটা পর্যন্ত।

আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় ম্যারাথন জেরা রাহুলকে, আজ ফের তলব

ইডির অ্যাডিশনাল ডিরেক্টর মণিকা শর্মার নেতৃত্বেই এদিন জেরা করা হয় সোনিয়াকে। কীভাবে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র চালানো হত, কোথা থেকে সংবাদপত্র চালানোর টাকা আসত, কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সোনিয়া এবং রাহুল ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে কতটা যুক্ত ছিলেন এসব বিষয়ে কংগ্রেস নেত্রীকে একাধিক প্রশ্ন করা হয়। সূত্রের খবর, এদিন সোনিয়া প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরার নাম নেন। তাঁর দাবি, কেবল দলের পূর্বতন কোষাধ্যক্ষ মতিলাল ভোরা এই লেনদেনের বিষয়টি জানতেন। জানা গিয়েছে, ইয়ং ইন্ডিয়া কংগ্রেসকে মাত্র ৫০ লক্ষ টাকা দিয়েছে। যদিও ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের কাছে এক কোটি টাকা নেওয়া হয়েছিল। এই ডোটেক্স মার্চেন্ডাইজ কলকাতার কোনও একটি কোম্পানি বলে ইডি সূত্রে খবর।  এদিকে, ইডি সূত্রে খবর, সোনিয়ার বয়ানের সঙ্গে রাহুলের বয়ানের ফারাক কতটা, মিল-ই বা কোথায় তা যাচাই করবেন ইডি কর্তারা। প্রসঙ্গত, এই মামলায় সোনিয়ার আগে রাহুলকে বার ছয়েক তলব করেছিল ইডি। তাঁকে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেন ইডির আধিকারিকরা।  

আরও পড়ুন : আজ মানিক ভট্টাচার্যকে তলব ইডি-র, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা?

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles