Four Year Child Rape Telangana: ৪ বছরের মেয়েকে ধর্ষণ! স্কুলের স্বীকৃতি বাতিল করল তেলঙ্গানা সরকার

Four Year Child Rape Telangana: অভিযুক্ত ওই ড্রাইভারকে অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা অপরাধে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে...
rape-istock-2-1155741-1666372285
rape-istock-2-1155741-1666372285

মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে ৪ বছরের শিশু কন্যাকে (Four Year Child Rape) ধর্ষণের ঘটনায় স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তেলঙ্গানা সরকার। ওই বেসরকারি স্কুলটির স্বীকৃতি বাতিল করে স্কুলটিকে সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি। তবে ওই স্কুলের ছাত্রছাত্রীদের অন্য স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সূত্রের খবর, বিগত দু’মাস ধরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে আসছে স্কুলের এক গাড়িচালক। গুরুতর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই পুলিশ ওই গাড়ি চালককে গ্রেফতার করেছে এবং পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের প্রিন্সিপালকেও। তাঁর জেরেই স্কুলের সরকার প্রদত্ত স্বীকৃতি বাতিল করে রাজ্যের শিক্ষা দফতর।

এই গোটা ধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। স্কুলের অভিভাবকরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তবে আচমকা এইভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। সরকার অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছে, সব পড়ুয়াকেই কোনও না কোনও স্কুলে ভর্তি করানো হবে। সরকারি সূত্রে খবর, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা অন্তত ৭০০। বছরের এই মাঝামাঝি সময়ে এত সংখ্যক পড়ুয়াকে অন্য স্কুলে ভর্তি করানো খুব একটা সহজ কাজ হবে না।

আরও পড়ুন: বৈবাহিক ধর্ষণ ও গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

শিক্ষামন্ত্রী একটি কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছেন। যে কমিটির মাথায় থাকবেন শিক্ষা দফতরের সচিব। থাকবেন মহিলা ও শিশুকল্যাণ দফতরের সচিবও। স্কুলে পড়ুয়াদের হেনস্থা এবং ধর্ষণের মতো ঘটনা রুখতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, এক সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।

এদিকে, তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন এই ঘটনায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

অভিযুক্ত ওই ড্রাইভারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (এবি) ধারা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা অপরাধে পকসো আইনে (POCSO) পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে গাফিলতি ও স্কুল পরিচালনের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধেও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles