মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে একটি কনসার্টে পারফর্ম করার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঙ্গীতশিল্পী কেকে (KK)। পারফরম্যান্সের পরে কেকে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
গায়কের আসল নাম কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কিন্তু, আসমুদ্র হিমাচল তাঁকে চিনত কেকে নামেই। হোটেলের কর্মকর্তারা জানান, তিনি সন্ধ্যায় প্রায় ঘণ্টা দেড়েক দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) একটি কলেজ আয়োজিত কনসার্টে গান করেছিলেন। এরপর তিনি হোটেলে পৌঁছানোর পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা বলেছেন যে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (Cardiac Arrest)-এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর সহযোগীরা এবং ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এবং ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) সহ ক্রীড়া সম্প্রদায়ের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুঃখ প্রকাশ করেছেন। এমনকি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে শুরু করে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুঃখ প্রকাশ করেছেন।
বিরাট কোহলি (Virat Kohli) লিখেছেন, “আমাদের সময়ের এক প্রতিভাবান সঙ্গীতশিল্পীকে আমরা হারিয়ে দিলাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই”।
[tw]
Lost a magnificent singer of our times and so suddenly. Condolences to his family and close ones. #KK🙏
— Virat Kohli (@imVkohli) June 1, 2022
[/tw]
“কলকাতায় পারফর্ম করার সময় অসুস্থ হয়ে কেকে মারা যাওয়ার কথা শুনে আমি দুঃখিত। জীবন কতটা ক্ষণস্থায়ী তাই আবার মনে করিয়ে দিল। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি,” ট্যুইটারে লিখেছেন শেওয়াগ।
[tw]
Tragic to hear about the passing away of KK after falling ill while performing in Kolkata. Another reminder of how fragile life is. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/43B3dzykP3
— Virender Sehwag (@virendersehwag) May 31, 2022
[/tw]
ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “প্রতিভাবান সঙ্গীতশিল্পীর অকালমৃত্যুতে আমি খুবই দুঃখিত। তিনি তাঁর গানের মাধ্যমে বেঁচে থাকবেন। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
[tw]
Saddened by the untimely demise of a wonderful Singer, KK. He will live on through his music.
— VVS Laxman (@VVSLaxman281) May 31, 2022
My heartfelt condolences to his family and friends. Om Shanti🙏🏼 pic.twitter.com/5V7FybYMnQ
[/tw]
হর্ষ ভোগলে লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা কেকে-কে হারিয়ে ফেলেছি। ইস্তানবুলে তাঁর পারফরমেন্স ও তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিগলো খুবই ভালো ছিল।”
[tw]
Can't believe we have lost KK! Such happy memories of his fabulous performances and time spent together in Istanbul. Such a cool, chilled out person. @vikramsathaye @mandybedi @BhogleAnita
— Harsha Bhogle (@bhogleharsha) May 31, 2022
[/tw]
রাজস্থান রয়্যালসও ট্যুইট করে লিখেছে, “কেকে, আপনার আত্মার শান্তি কামনা করি”।
[tw]
Rest in peace, KK. 🙏 pic.twitter.com/j6kWZWOcYZ
— Rajasthan Royals (@rajasthanroyals) May 31, 2022
[/tw]
কলকাতা নাইট রাইডার্স ট্যুইট করে লিখেছে, “হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল”। “কেকে, আপনার আত্মার শান্তি কামনা করি”।
[tw]
“𝘏𝘶𝘮, 𝘳𝘢𝘩𝘦 𝘺𝘢 𝘯𝘢 𝘳𝘢𝘩𝘦 𝘺𝘢𝘢𝘥 𝘢𝘢𝘺𝘦𝘯𝘨𝘦 𝘺𝘦 𝘱𝘢𝘭…”
— KolkataKnightRiders (@KKRiders) May 31, 2022
Shocking news coming in from Kolkata. Rest In Peace KK 💐
[/tw]
+ There are no comments
Add yours