মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার গ্রুপ ডি- র ৪৪৮৭ (Recruitment Scam) জন প্রার্থীর ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আদালত আগেই জানিয়েছিল ৩১ জানুয়ারির মধ্যেই গ্রুপ ডি প্রার্থীদের ওএমআর প্রকাশ করতে হবে। সেই অনুয়ায়ী অবশেষে প্রকাশিত হল এসএসসির গ্রুপ ডি প্রার্থীদের ওএমআর শিট। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে।
শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষক কর্মী নিয়োগের (Recruitment Scam) ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সিবিআই- এর তরফে ওএমআর-এর তথ্য বিকৃত করার অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি, স্কুল সার্ভিস কমিশনকে ৪৪৮৭ জন গ্রুপ ডি কর্মী এবং ওয়েটিং লিষ্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেইমতোই মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করা হয়।
কী করে দেখবেন ওএমআর শিট?
ওএমআর শিট দেখার জন্য প্রার্থীদের প্রথমে স্কুল সার্ভিস কমিশনের (Recruitment Scam) ওয়েবসাইটে যেতে হবে। এবার ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। এরপর পিওন, ল্যাব অ্যাসিসট্যান্ট, ম্যাট্রন, নাইট গার্ড এই সকল গ্রুপ ডি পদের মধ্যে প্রার্থীদের নিজ নিজ পদের বিভাগ বাছাই করতে হবে। এরপরই গ্রুপ অনুযায়ী স্ক্রিনে প্রার্থীরা তালিকা দেখতে পাবেন। আর তালিকায় নিজের নাম অনুযায়ী ওএমআর শিট ডাউনলোড করতে পারবেন।
এদিকে প্রাথমিকের টেট নিয়ে নিজেদের (Recruitment Scam) ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি কুন্তল ঘোষের চিনার পার্কের ফ্ল্যাট থেকে ওএমআর শিট উদ্ধার হওয়ার পরেই, প্রাথমিকের টেটের তথ্য সুরক্ষিত নেই বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সদ্য গ্রেফতার হওয়া তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়িতে ২০২২ এর প্রাথমিকের টেটের ওএমআর শিট-এর কপি পাওয়া গিয়েছে। তারপর সোমবারই পর্ষদের তরফে সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করেন।
আরও পড়ুন: আইসিইটি- র আনুষ্ঠানিক সূচনা করলেন জ্যক সুলিভান এবং অজিত ডোভাল
সেই সাংবাদিক সম্মেলনের পরের দিনই (Recruitment Scam) পর্ষদের তরফে প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থীর কাছে একটি আবেদন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর ২০২২ সালে যে প্রাথমিকের টেট নেওয়া হয়েছে তার ওএমআর শিটের আসল কপি প্রত্যেক প্রার্থীর সুরক্ষিত রয়েছে। ওএমআর শিট কেউ টেকনিক্যালি ট্যাম্পারিং করতে পারবে না বলেও জানিয়েছে পর্ষদ।
+ There are no comments
Add yours