Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ
pant_accident
pant_accident

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে। নিজেই ড্রাইভ করে উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন ঋষভ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধরে যায় আগুন। বরাত জোরে বেঁচে যান ঋষভ। গাড়ির গতিবেগ খুব বেশি ছিল বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ট্যুইট করে এই খবর দেন।

আঘাত গুরতর

মাথায়, পিঠে, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ঋষভ। আপাতত বিপন্মুক্ত হলেও ঋষভের অস্ত্রোপচার হতে পারে। এখনও পর্যন্ত যে সব ছবি সামনে এসেছে, তা সত্যিই শিউরে ওঠার মতোই। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঋষভ। মাথায় ব্যান্ডেজ করা। পিঠে লাল ক্ষত স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ঋষভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উত্তরাখণ্ডের ডিজি অশোক কুমার জানিয়েছেন, উইন্ড স্ক্রিন ভেঙে উদ্ধার করা হয় ঋষভ পন্থকে।

আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

পুলিশ সূত্রে খবর

উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেহরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন।

সময়টা ভাল নয়

সত্যিই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। খারাপ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ চাপেই রয়েছেন ঋষভ। এরই মধ্যে তিনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখান থেকে শুক্রবার দিল্লি ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles