Balurghat: রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ বালুরঘাটে

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ
road_block
road_block

মাধ্যম নিউজ ডেস্ক: যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ, প্রশাসনের কর্তাব্যক্তিদের উদাসীনতায় সংস্কারও হয়না। এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বালুরঘাটের ভেরেন্ডা এলাকার বাসিন্দারা।

ভেরেন্ডা মোড় থেকে আসইর গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন খারাপ

চলাচলের একমাত্র রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকালে বালুরঘাট ব্লকের ভেরেন্ডা এলাকায় বালুরঘাট-তপন রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। চলতে থাকে বিক্ষোভ ও স্লোগান। ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ হওয়ার দরুন আটকে পরে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে, ভেরেন্ডা মোড় থেকে আসইর গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও হেলদোল নেই নেতা থেকে প্রশাসনিক আধিকারিক কারোরই। এদিন ওই এলাকায় খাঁড়ির উপর ভাঙা সেতুরও সংস্কারের দাবি জানিয়েছেন অবরোধকারীরা। প্রশাসনিক কর্তাদের কাছে তাঁরা জানিয়েছেন, দ্রুত রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি না মিললে তাঁরা পথ অবরোধ তুলবেন না। 

প্রতিবেদন লেখা পর্যন্ত আড়াই ঘন্টা অতিক্রান্ত হলেও অবরোধ তোলেননি আন্দোলনকারীরা, এমনটাই জানা গেছে। এদিকে রাস্তা অবরোধের কারণে আটকে পড়ে গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ি। পরে তিনি ঘুরপথে খাসপুর হয়ে বালুরঘাটে। মূলত আদিবাসী সমাজের মহিলারা এই পথ অবরোধে সামিল হয়েছেন।

কী বলছেন অবরোধকারীরা ?

বেহাল রাস্তার কারণেই তাঁর শ্বশুর পথ দুর্ঘটনায় মারা যান, এই অভিযোগ তুলে সরস্বতী সোরেন বলেন, দীর্ঘদিন ধরেই বেহাল এই রাস্তা। আজ আমরা তাই সবাই জড়ো হয়েছি রাস্তা সারাইয়ের দাবিতে। অন্যদিকে একই মত বাণী মুর্মুর। তিনি বলেন, প্রতিদিন রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এদিকে যাতায়াত করে। রাস্তা এমন হয়ে থাকলে যেকোনও মুহুর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর আগেও বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন বাণীদেবী।

আরও পড়ুুন: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles