img

Follow us on

Saturday, Nov 23, 2024

Astronomy: মহাকাশ গবেষণায় নয়া দিশা! ৮৮০ কোটি বছর পুরনো রেডিও-সংকেত ধরলেন ভারতীয় বিজ্ঞানীরা

নক্ষত্রের গঠন জানা যায় এই সংকেতগুলি থেকে

img

প্রতীকী ছবি

  2023-01-19 13:40:33

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৮৮০ কোটি বছর আগে উদ্ভূত হওয়া এক রেডিও সিগন্যাল ধরা পড়ল ভারতীয় টেলিস্কোপে। বিজ্ঞানীরা বলছেন এই রেডিও সিগন্যাল যখন তৈরি হয় তখন আমাদের মহাবিশ্বের (Astronomy) বয়স মাত্র ৪৯০ কোটি বছর। অর্থাৎ মহাবিশ্ব তখন অনেকটাই নবীন এখনকার তুলনায়। ঠিক সেই সময়কার মহাবিশ্বের ছায়াপথ থেকে এসেছে এই রেডিও সংকেতটি। বিজ্ঞানীরা বলছেন এই রেডিও সংকেতগুলি পারমাণবিক হাইড্রোজেন থেকে সৃষ্টি হয়েছে। নক্ষত্রমণ্ডলগুলি কীভাবে সৃষ্ট হয়েছিল সে সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায় এই জাতীয় সংকেতগুলি থেকে। মহাকাশ গবেষকরা বলছেন, এই সংকেতটির মধ্যেই লুকিয়ে আছে সেই সমস্ত তথ্য,যে কীভাবে নক্ষত্রমণ্ডল (Astronomy) তৈরি হয়েছিল। অতি প্রাচীন বললেও ভুল হবে, তার চেয়েও যদি কিছু বেশি প্রাচীন থাকে তাহলে সেই রকমই এই রেডিও সংকেতটিকে ধরল পুনের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপ (GMRT).

নক্ষত্রের গঠন জানা যায় এই সংকেতগুলি থেকে

বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা (Astronomy) সম্প্রতি দূরবর্তী ছায়াপথ থেকে তৈরি এই সংকেতকে সনাক্ত করতে জিএমআরটি-র থেকে ডেটা ব্যবহার করেছেন বলে জানা যাচ্ছে। বেঙ্গালুরুর আইআইএসসি জানাচ্ছে যে এই রেডিও সংকেতের বিশেষত্ব হল যে এটি অনেক দূরবর্তী এবং প্রাচীন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন পারমাণবিক হাইড্রোজেন নক্ষত্রমণ্ডল গঠনের সময় জ্বালানি হিসেবে কাজ করে এবং চারপাশের মাধ্যম থেকে আয়নিত গ্যাস যখন ওই ছায়াপথগুলিতে এসে পড়ে তখন এই পারমানবিক হাইড্রোজেন শীতল হয়ে যায় যা পরে আণবিক হাইড্রোজেনের রূপান্তরিত হয় এবং অবশেষে গঠিত হয় একটি নক্ষত্র। এই পারমাণবিক হাইড্রোজেন ২১ সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও সংকেত পাঠায়। কম তরঙ্গের রেডিও টেলিস্কোপ ব্যবহার করে সহজেই শনাক্ত করা যায় এই জাতীয় তরঙ্গ গুলিকে। কিন্তু দূরবর্তী ছায়াপথগুলি থেকে যে রেডিও সংকেতগুলি আসে সেগুলি সাধারণত অত্যন্ত দুর্বল হয় এবং তাদের সনাক্ত করা বা বর্তমান টেলিস্কোপ ব্যবহার করে সেই ছায়াপথগুলি কিভাবে গঠিত হয়েছে সেটা জানা এক কথায় অসম্ভব হয়ে পড়ে ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Astronomy


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর