Proba-3: পিএসএলভি এক্সএল-এ চেপে সূর্যের কাছে প্রোবা-৩, ইসরোর মুকুটে আর একটি পালক
পিএসএলভি চড়ে প্রোবা-৩ এর মহাকাশে পাড়ি দেওয়ার সময়। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে পাড়ি দিল প্রোবা-৩ (Proba-3)। ইউরোপীয় মহাকাশ সংস্থার ওই সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহকে নিয়ে ইসরোর (ISRO) ওয়ার্কহর্স রকেট পিএসএলভি রওনা দিল বৃহস্পতিবার বিকেলে। বুধবার (৪ ডিসেম্বর), বিকেলেই এই অভিযান শুরুর কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে স্যাটেলাইটটিতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল। এদিন অবশ্য আর কোনও বাধা-বিপত্তি দেখা দেয়নি। বিকেল ৪টে বেজে ৪ মিনিটে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ বন্দর নির্বিঘ্নে প্রোবা-৩ স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি এক্সএল (PSLV-XL) রকেট।
Kudos Team #ISRO for the successful launch of PSLV-C59/PROBA-3 Mission. With the personal intervention & patronage provided by PM Sh @narendramodi, Team @isro is able to carry one success after the other in a serial manner. Proba-3 is the world's first precision formation flying… pic.twitter.com/kswlD1p3I3
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) December 5, 2024
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরো (ISRO) বলেছে, ‘‘সফল লিফ্ট অফ! সফলভাবে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৫৯ (PSLV-C59)। ইসরো-র প্রযুক্তিগত দক্ষতায় ইএসএ-র যুগান্তকারী প্রোবা-৩ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের মধ্য দিয়ে এক আন্তর্জাতিক অভিযানের সূচনা হল৷ এটা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের মহাকাশ সাফল্যের সমন্বয় উদযাপনের এক গর্বের মুহূর্ত!’’ ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফে জানানো হয়েছে, সূর্যের থেকেও করোনোর তাপমাত্রা বেশি (১.৮ মিলিয়ন থেকে ৩.৬ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট)। সেখান থেকেই সৌরজগতের আবহাওয়া নিয়ন্ত্রিত হয়। স্বভাবতই সেই জায়গা নিয়ে বিজ্ঞানীদের প্রচুর আগ্রহ আছে। আর ইসরোর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হল যে ইতিমধ্যে সৌর মিশন চালাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা। ‘প্রোবা-৩’ মিশন থেকে যে তথ্য পাওয়া যাবে, তা আদিত্য-এল১ মিশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে।
PSLV-C59 / PROBA-3 Mission
— ISRO (@isro) December 5, 2024
✨ Here's a glimpse of the spectacular liftoff!
#PSLVC59 #ISRO #NSIL #PROBA3 pic.twitter.com/qD3yOd1hZE
বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে ‘প্রোবা-৩’ (Proba-3) মিশন উৎক্ষেপণ করা হবে, তা বিশ্বে প্রথমবার হচ্ছে। তাতে দুটি স্যাটেলাইট আছে। দুটি মহাকাশযান (করোনাগ্রাফ এবং অকুলটার) একসঙ্গে উড়ে যাবে। দুটি খুব কাছাকাছি থাকবে। প্রায় ১৮ মিনিট যাওয়ার পরে ৫৫০ কিলোগ্রামের ‘প্রোবা-৩’ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয় পিএসএলভি। প্রাথমিক কক্ষপথে পৌঁছানোর পরে দুটি স্যাটেলাইট ১৫০ মিটারের ব্যবধানে এগিয়ে যাবে। এমনভাবে ওই স্যাটেলাইট দুটি যাবে, যাতে সূর্যের ‘সোলার ডিস্ক’-কে ঢেকে দেবে অকুলটার। আর সেই পরিস্থিতিতে সূর্যের করোনা এবং সূর্যের আশপাশের পরিবেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে করোনাগ্রাফ।
👏 Celebrating Success!
— ISRO (@isro) December 5, 2024
The PSLV-C59/PROBA-3 Mission reflects the dedication of NSIL, ISRO and ESA teams. This achievement highlights India’s critical role in enabling global space innovation.
🌍 Together, we continue building bridges in international space collaboration! 🚀✨…
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।