img

Follow us on

Saturday, Sep 28, 2024

Solar Flare Hits Earth: পৃথিবীতে আছড়ে পড়ল 'সোলার ফ্লেয়ার', এশিয়া, অস্ট্রেলিয়ায় রেডিও ব্ল্যাকআউট

Solar Flare: বিজ্ঞানীরা বলছেন, এখানেই শেষ নয়। পৃথিবীকে আরও যন্ত্রণা দিতে আগামী এক সপ্তাহ জুড়ে সূর্যের নানা কার্যকলাপ চলতেই থাকবে...

img

পৃথিবীতে আছড়ে পড়ল 'সোলার ফ্লেয়ার' (প্রতীকী চিত্র)

  2022-04-19 15:59:32

মাধ্যম নিউজ ডেস্ক: ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হানার পর থেকেই সূর্যের ক্রিয়াকলাপ আবারও গতি পাচ্ছে। দু-একদিনের মধ্যেই পৃথিবীতে ধেয়ে এসেছে ভূ-চৌম্বকীয় তরঙ্গ! রবিবারই একটি সূর্য তরঙ্গাংশ এশিয়া ও অস্ট্রেলিয়ায় রেডিও যোগাযোগে বিপত্তি তৈরি করে। তবে বিজ্ঞানীরা বলছেন, এখানেই শেষ নয়, পৃথিবীকে আরও যন্ত্রণা দিতে আগামী এক সপ্তাহ জুড়ে সূর্যের নানা কার্যকলাপ চলতেই থাকবে। আর কী হতে পারে এই সপ্তাহ জুড়ে, আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানীরা। 

সূর্যের পূর্ব দিকের অংশ থেকে একটি সৌর তরঙ্গাংশ বা ফ্লেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে তরঙ্গ দু-একদিন আগে তৈরি হয়েছিল, তেমনই একাধিক তরঙ্গ তৈরি হতে পারে, কারণ একাধিক সান স্পট তার স্থান অদল-বদল করবে। সেই ফ্লেয়ার ধেয়ে আসতে পারে পৃথিবীর দিকে।

স্পেস ওয়েদার নামে একটি ওয়েবসাইটের দাবি, সপ্তাহের শুরুতে যে কাণ্ড ঘটেছে তা হিমশৈলের চূড়া মাত্র। এর পরেই একটি বড়সড় রেডিও অ্যাক্টিভ রিজিওন রয়েছে। সেটি ধরা পড়েছে রবিবার। সেটির প্রভাব পড়তে পারে পৃথিবীতে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সূর্যের অগ্ন্যুৎপাতের পরে পৃথিবী-সহ সৌরমণ্ডলের অভ্যন্তরীণ গ্রহের দিকে অগ্নিশিখা আঘাত হানতে পারে।

একটি সৌর শিখা সূর্যের পৃষ্ঠে আকস্মিক, দ্রুত এবং তীব্র বিস্ফোরণ ঘটায়। যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে সঞ্চিত বিপুল পরিমাণ শক্তি হঠাৎ করে নির্গত হয় তখনই ঘটে ওই বিস্ফোরণ। বিস্ফোরণ মহাবিশ্বের দৈর্ঘ্য এবং প্রস্থজুড়ে বিকিরণ নির্গত করে। সৌরজগতের গ্রহগুলির দিকে আঘাত করে। এই বিকিরণগুলিতে রেডিও তরঙ্গ, এক্স-রে এবং গামা রশ্মি থাকে।

বিজ্ঞানীরা বলেছেন, একটি সৌর শিখার তিনটি পর্যায় রয়েছে। প্রথম হল পূর্ববর্তী পর্যায়, যেখানে চৌম্বকীয় শক্তির মুক্তি নরম এক্স-রে নির্গমনের মাধ্যমে শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে প্রোটন এবং ইলেকট্রন এক মিলিয়ন ইলেকট্রন ভোল্টের সমতুল্য শক্তিতে ত্বরাণ্বিত হয়। তৃতীয় পর্যায় হল এক্স-রেগুলির ধীরে ধীরে বিল্ড আপ এবং ক্ষয় হয়। উল্লেখ্য, সূর্য এখন তার একাদশতম সৌর চক্রে রয়েছে, যা পৃষ্ঠের উপর উচ্চ কার্যকলাপ দ্বারা চিহ্নিত করা হয়। 

বিজ্ঞানীরা বলেছেন, সৌর ঝড়ের ফলে প্লাজমা ছড়িয়ে পড়ে মহাশূন্যে। এর আগে পৃথিবীর দিকে নয়, পৃথিবীর থেকে দূরবর্তী স্থানে এই ঘটনা ঘটেছিল, তার প্রভাব পড়েছিল পৃথিবীতে। এ বার সেটি পৃথিবীর দিকে মুখ করে থাকা অংশেই ঘটছে। তাই আশঙ্কা বেশি। এই ধরণের সোলার ফ্লেয়ার সাধারণত বিপুল পরিমাণ শক্তি নির্গত করে পৃথিবীর দিকে। ম্যাগনেটিক ফিল্ডে আটকে থাকা সেই শক্তি হঠাৎ বাইরে বেরিয়ে পড়ে। এর ফলে তৈরি হয় বিকিরণ। যা থেকেই ঘনিয়ে আসতে পারে বিপদ।

 

Tags:

NASA

Solar Flare Hits Earth

Solar Flare Earth

Solar Flare

Radio Blackout

Solar flare causes radio blackout


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর