img

Follow us on

Saturday, Jan 18, 2025

Artemis 1 Mission: দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ! নাসার আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ পিছিয়ে অক্টোবরে?

গত শনিবার কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক ২ ঘণ্টা ২৮ মিনিট আগে এই মিশনটি স্থগিত করা হয়।

img

আর্টেমিস মিশন

  2022-09-05 14:15:11

মাধ্যম নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত নাসার (NASA) দ্বিতীয়বারের চেষ্টাও বিফলে গেল। নাসা থেকে জানানো হয়েছে, এই মাসে হয়তো আর্টেমিস ১ মিশনের (Artemis 1 Mission) প্রথম ধাপ অতিক্রম করা সফল হবে না।

গত সোমবার অর্থাৎ ২৯ অগাস্ট পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল নাসার রকেটের। কিন্তু সেদিন আর উৎক্ষেপণ করা হয়নি। কারণ উৎক্ষেপণের ঠিক আগের মুহূর্তে রকেটের ইঞ্জিনে কিছু যান্ত্রিক গোলোযোগ দেখা যায়। এরপর দ্বিতীয়বারের জন্য নাসার তরফে পরিকল্পনা করা হয়েছিল যে ৩ সেপ্টেম্বর নাসার স্পেস লঞ্চ সিস্টেম(SLS Rocket) রকেট চাঁদে পাঠানো হবে। কিন্তু সেটিও আর হয়ে উঠল না।

গত শনিবার কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক ২ ঘণ্টা ২৮ মিনিট আগে এই মিশনটি স্থগিত করা হয়। ঠিক ছিল ৩ সেপ্টেম্বর ফ্লোরিডার সময় অনুযায়ী, বেলা ২টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হবে রকেটটি। কিন্তু উৎক্ষেপণের আগে ইঞ্জিনে জ্বালানী লিকেজের সমস্যার ফলে রকেটটিকে ফের ভেহকেল অ্যাসেম্বলি বিল্ডিং (Vehicle Assembly building)-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই নাসা সংবাদমাধ্যমে জানিয়েছে, রকেটটিকে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯ বি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আরও জানানো হয়েছে, সেপ্টেম্বরের প্রথমের দিকে রকেটটিকে লঞ্চ করা একেবারেই সম্ভব নয়।

আরও পড়ুন: আশায় বুক বাঁধছে নাসা! 'আর্টেমিস ১' মিশন উৎক্ষেপণের নতুন দিন ৩ সেপ্টেম্বর

নাসার বিজ্ঞানীরা শনিবার এসএলএস রকেট উৎক্ষেপণের আগে তরল হাইড্রোজেন পূরণ এবং নিষ্কাশন করতে ব্যবহৃত 8-ইঞ্চি লাইনের চারপাশে গ্রাউন্ড সাইড এবং রকেট সাইড প্লেটের মধ্যে একটি গর্তে ফুটো দেখতে পায়, যার ফলে সেদিন এই মিশন স্থগিত করা হয়। নাসা অনুসারে, তাদের টিম সমস্যাগুলো সমাধান করার জন্য তিনবার চেষ্টা করেছিল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, এসএলএস রকেটের মূল পর্যায়ে দুটি ট্যাঙ্ক রয়েছে, একটি ৫৩৮৬০৬ গ্যালন তরল হাইড্রোজেন এবং অন্যটি ১৯৬০০০ গ্যালন তরল অক্সিজেন সংরক্ষণের জন্য।

পরবর্তী লঞ্চের জন্য নাসা থেকে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বরের আগে উৎক্ষেপণ করা কিছুতেই সম্ভব নয়। তবে রকেট লঞ্চ অক্টোবর মাস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ১৪ বার লঞ্চ করার সুযোগ রয়েছে, আবার ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ১১ বার সুযোগ রয়েছে আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ করার।

Tags:

NASA

Artemis 1 Mission

SLS rocket


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর