img

Follow us on

Thursday, Nov 21, 2024

National Science Day: আজ জাতীয় বিজ্ঞান দিবস, জানেন এই দিনের তাৎপর্য?

প্রথমবার জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) পালিত হয় ১৯৮৭ সালে...

img

ফাইল ছবি।

  2023-02-28 11:58:25

মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৮ ফেব্রুয়ারি। ফি বছর এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) হিসেবে পালন করা হয়। নোবেল জয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন (C V Raman) এই দিনেই তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার রামন এফেক্ট আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন। তাছাড়াও দেশের অগ্রগতির নেপথ্যে বিজ্ঞানীদের (Sciencetist) ভূমিকার কথা মাথায় রেখে ফি বছর মর্যাদার সঙ্গে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস।

জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day)...

ভারত মাতা যেসব তারকা বিজ্ঞানীর জন্ম দিয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন স্যর চন্দ্রশেখর ভেঙ্কট রামন। বিশ্বখ্যাত এই পদার্থ বিজ্ঞানীকে সবাই চেনেন সিভি রামন নামে। ১৯২৮ সালে তিনি আবিষ্কার করেন রামন এফেক্ট। তাঁর নামেই হয় নামকরণ। যুগান্তকারী এই আবিষ্কারের কারণে ১৯৩০ সালে পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান তিনি। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৯৭ সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হন রামন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ১৯৩০ পান নোবেল পুরস্কার। ১৯৩৩ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তৈরি করেন। সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন রামন। ১৯৪৭ সালে হন রামন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর।

আরও পড়ুুন: ক্রমশই পরিবর্তিত হচ্ছে শুক্র গ্রহের পৃষ্ঠতল! পৃথিবীর ওপর এর কী প্রভাব? জানুন বিস্তারিত

প্রথমবার জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) পালিত হয় ১৯৮৭ সালে। এই দিনটি পালনের জন্য বেছে নেওয়া হয়েছিল রামন এফেক্ট আবিষ্কারের দিনটিকেই। প্রশ্ন হল, রামন এফেক্ট কী? ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামন এফেক্ট। অন্যভাবে বলা যায়, আলো যখন কোনও স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের ব্যাখ্যা দেয় এই রামন এফেক্ট। ১৯২৮ সালে রামন ও তাঁর এক ছাত্র কেএস কৃষ্ণণ তরল পদার্থে রামন এফেক্ট আবিষ্কার করেন। কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে এই আবিষ্কারটি করেছিলেন রামন।

প্রসঙ্গত, ১৯২১ সালে জাহাজে চেপে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে রামন এফেক্টের ভাবনা মাথায় আসে তাঁর। পরে ল্যাবরেটরিতে বসে মার্কারি ল্যাম্প ও বরফের টুকরো দিয়ে পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষারই ফল প্রকাশিত হয় ১৯২৮ সালে (National Science Day)। নোবেল পুরস্কার আসে তারও দু বছর পর। চলতি বছর জাতীয় বিজ্ঞান দিবসের থিম হল গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিয়িং।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

Bengali news  

National Science Day

sir c v raman


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর