img

Follow us on

Saturday, Jan 18, 2025

Robot Lawyer: বিশ্বে প্রথমবার! মানুষের হয়ে সওয়াল করবে রোবট আইনজীবী!

সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকার কোনও একটি আদালতে সওয়াল জবাব করতে দেখা যাবে এই রোবট আইনজীবীকে

img

প্রতীকী ছবি

  2023-01-09 14:13:00

মাধ্যম নিউজ ডেস্ক: রজনীকান্তের রোবট সিনেমা তো কমবেশি সবাই দেখেছি। চিট্টি সেখানে অসাধ্য সাধন করছিল। এবার বাস্তবের চিট্টিকে দেখা যাবে আমেরিকার একটি আদালতে দাঁড়িয়ে সওয়াল জবাব করতে। সমগ্র বিশ্ব প্রথমবারের জন্য সাক্ষী থাকবে রোবট আইনজীবীর (Robot Lawyer) সওয়াল জবাব শোনার জন্য। গাড়ির অধিক গতির জন্য জরিমানা সংক্রান্ত একটি মামলার আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে এই রোবটকে (Robot Lawyer) । 

কোন আদালতে এবং কবে হবে এই সওয়াল জবাব

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কিছুই সম্ভব হয়েছে, এবার আদালতের এজলাসে জেরা করবে রোবট আইনজীবী (Robot Lawyer) । কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই হবে এই কাজ অন্তত এমনটাই দাবি করেছে ব্রিটেনের new scientist নামের একটি পত্রিকা। সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকার কোনও একটি আদালতে সওয়াল জবাব করতে দেখা যাবে এই রোবট আইনজীবীকে (Robot Lawyer) । তবে এখনও পর্যন্ত কোন আদালতে এই সওয়াল জবাব হবে এবং দুটি পক্ষ কারা কারা থাকবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

 রোবটটি (Robot Lawyer)  কোন সংস্থা তৈরি করেছে? কীভাবে কাজ করবে এটি?

সূত্রের খবর, রোবটটি (Robot Lawyer)  তৈরি করেছে "ডু নট পে" নামের একটি সংস্থা। আগামী ফেব্রুয়ারি মাসেই কোম্পানির তৈরি এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি আদালতের এজলাসে দাঁড়িয়ে সওয়াল জবাব করবে। 
বিজ্ঞানীদের মতে এই রোবট আইনজীবীকে (Robot Lawyer)  পরিচালনা করবে একটি স্মার্টফোন। মক্কেলের কাছে থাকা এই স্মার্টফোনেই আদালতে সওয়াল জবাবের কাজ চালাবে এই রোবট। এক্ষেত্রে সাহায্য নেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। 
আরও জানা যাচ্ছে ২০১৫ সালে ক্যালিফোর্নিয়াতে গড়ে ওঠে এই অ্যাপ সংস্থাটি। প্রতিষ্ঠা করেন স্টান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন কম্পিউটার বিজ্ঞানী যার নাম জোশুয়া ব্রাউডার। ডু নট পে-র বর্তমানে সিইও হিসেবে কাজ করছেন তিনি। সংস্থার দাবি যে মামলা-মোকদ্দমার খরচ যেভাবে বেড়ে চলেছে সেখানে এই  "ডু নট পে" যথেষ্ট খরচ সাশ্রয়ী হবে।



Tags:

Robot Lawyer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর