বৈজ্ঞানিকেরা অনুমান করেছেন যে, ভূগর্ভস্থ মহাসাগরটি পৃথিবীর আদি রূপ হতে পারে...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক সমীক্ষা (Survey) অনুসারে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রে একটি বিশাল মহাসাগরে (Ocean) সন্ধান পেয়েছে। সমীক্ষা অনুসারে পৃথিবীর সমস্ত জলভাগে যেমন নদী,সাগর, মহাসাগরে যে অফুরন্ত জল রয়েছে তার প্রায় তিনগুন বেশী জল রয়েছে পৃথিবীর কেন্দ্রে থাকা এই মহাসাগরটিতে। পৃথিবীর অভ্যন্তরীণ কোর অংশে এবং ম্যান্টলের (Mantle) মাঝের অংশটিতে এই জলের ভান্ডারটি রয়েছে।রামন স্পেকট্রোস্কোপি এবং এফটিআইআর স্পেকট্রোমেট্রি সহ কৌশল ব্যবহার করে পৃথিবী পৃষ্টের ৬৬০ মিটার গভীরে থাকা এই মহাসাগরটিকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: মহাকাশে যোগব্যায়াম নভশ্চরের! কীভাবে করলেন অসাধ্য সাধন?
গবেষকেরা জানিয়েছেন সমুদ্রের জল পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্তরগুলিকে ভেদ করে পৃথিবীর কেন্দ্রে গিয়ে জমতে থাকে, যদিও এর কোনও বৈজ্ঞানিক সত্যতা দেখাতে পারেনি গবেষকেরা।এটি অনুমান করা হয় যে ভূগর্ভস্থ মহাসাগরটি, পৃথিবীর একটি পুরানো রূপ হতে পারে।বিজ্ঞানীরা মনে করেন এই জলাধারটিতে পৃথিবী সৃষ্টির সময় যে ভয়াবহ বিস্ফোরণগুলি (Planet Rocking) হয়েছিল তার কোনও প্রভাবই পড়েনি।
আরও পড়ুন: তাজমহলের দ্বিগুণ আয়তনের গ্রহাণু সরাসরি আসছে ধেয়ে, তবে কি পৃথিবী ধ্বংসের পথে?
এই অঞ্চল ম্যান্টল থেকেই লাভা নির্গত হয়। পৃথিবীর ম্যান্টেল থেকে নির্গত লাভা (lava) পড়ে বাইরে এসে পাথরে পরিণত হয়। ম্যান্টল থেকে বিভিন্ন স্তর ভেদ করে লাভা নির্গত হওয়ায় একে ম্যান্টল প্লাম(Mantle plume) বলা হয়।ভূগর্ভস্থ পাথুরে মহাদেশের নমুনায় হিলিয়াম-৩ এর মতো বিগ ব্যাং থেকে আইসোটোপ রয়েছে।
আরও পড়ুন: তৃতীয় বারে হবে কি সফল? ২৭ সেপ্টেম্বর ফের চাঁদে পাড়ি দেওয়ার চেষ্টা করবে 'আর্টেমিস ১'
ম্যান্টেল প্লাম
পৃথিবীর ম্যান্টেলের মধ্যে থাকা অস্বাভাবিক গরম শিলা প্রচণ্ড তাপমাত্রার কারণে গলে লাভা আকারে বেরিয়ে আসে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় এই ম্যান্টেল প্লামের (Mantle plume) কারণে।
প্রসঙ্গত,বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপপুঞ্জ (Hawaiian islands) থেকে সংগ্রহ করা ভূতাত্ত্বিক নমুনার সাথে অ্যান্টার্কটিকার বেইলি দ্বীপপুঞ্জের নমুনাটি বিশ্লেষণ করে ওই জলাধারের প্রকৃতি সম্পর্কে অনুধাবন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।