img

Follow us on

Sunday, Jan 19, 2025

World Environment Day 2022: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, জেনে নিন এই দিনের তাৎপর্য

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘Only One Earth’

img

প্রতীকী ছবি

  2022-06-04 17:38:35

মাধ্যম নিউজ ডেস্ক: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) যা ইকো ডে (Eco Day) নামেও পরিচিত। প্রতি বছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। প্রকৃতি ও তার সংরক্ষণের গুরুত্বের জন্যই এই দিনটি পালন করা হয়। প্রকৃতির সুরক্ষা প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস প্রথমবার ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভার (UN General Assembly) দ্বারা স্টকহোম সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছিল। তার দু'বছর পরে, ১৯৭৪ সালে প্রথম ইকো দিবস (Eco Day) "কেবল এক পৃথিবী" ( Only One Earth) থিম নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। পরিবেশ দিবসে বিভিন্ন দেশের মানুষ এই দিবস পালনে অংশগ্রহণ করে। ফি বছর, একটি থিমের আয়োজন করা হয় ও বিভিন্ন ব্যবসা,  বেসরকারি সংস্থা,  সম্প্রদায়, সরকার এবং সেলিব্রিটিরা এই থিম মেনেই অংশগ্রহণ করে।

কী এই বিশ্ব পরিবেশ দিবস:

বিশ্ব পরিবেশ দিবস হল পরিবেশের জন্য নিবেদিত একটি দিন যা পরিবেশের সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য উদযাপিত হয়ে থাকে। এটি বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি, পরিবেশের সুরক্ষা করতেও উৎসাহিত করে।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস:

বিশ্ব পরিবেশ দিবস ১৯৭২ সালে  রাষ্ট্রসংঘের সাধারণ সভার দ্বারা মানব পরিবেশের স্টকহোম সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছিল। দুই বছর পর, ১৯৭৪ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় "Only One Earth" থিম নিয়ে। যদিও ১৯৭৪ সাল থেকে  WED (World Environment Day)  উদযাপন বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২২ থিম:

এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘শুধু এক পৃথিবী’ (‘Only One Earth’), যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। ২০২১-এর থিম ছিল "ইকোসিস্টেম পুনরুদ্ধার" (Ecosystem Restoration) এবং সম্মেলনের আয়োজক ছিল পাকিস্তান।

Tags:

World Environment Day

World Environment Day 2022

World Environment Day Theme

World Environment Day Importance

WED 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর