মাধ্যম নিউজ ডেস্ক: ২০১২ সালের ২৪ শে এপ্রিল খুন হন শিনা বোড়া। খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিনা বোড়ার (Sheena Bora) মা ইন্দ্রানী মুখোপাধ্যায় বর্তমানে মুম্বই-এর বাইকুল্লা জেলে বন্দী। এবার সেই শিনা বোড়াকে নাকি দেখা গেছে গুয়াহাটি বিমানবন্দরে এমনই দাবি করলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়,শুধুমাত্র দাবি নয়, সেই সঙ্গে আদালতে আবেদনও করা হল। প্রসঙ্গত, হত্যার তিন বছর পরে ২০১৫ সালে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে যখন ইন্দ্রানী মুখোপাধ্যায়ের গাড়ি চালক শ্যামবর রাই অন্য একটি পুলিশি অভিযানের সময় গ্রেফতার হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সেই সূত্র ধরেই সামনে আসে হাড়হিম করা এই হত্যাকান্ড। শুনে তাজ্জব হয় গোটা দেশ।
আদালতের কাছে কী আবেদন করলেন ইন্দ্রানী
কোর্টের কাছে ইন্দ্রানী আবেদন করেছেন যে কোর্ট যেন সিবিআইকে নির্দেশ দেয় যে গুয়াহাটি বিমানবন্দরের গত বৃহস্পতিবারের সমস্ত সিসিটিভি ফুটেজ যাতে সংরক্ষিত হয়। যাত্রীদের বিষয়ে খোঁজখবর নিতেও কোর্টে আবেদন করেছেন ইন্দ্রানী। ইন্দ্রানী মুখোপাধ্যায়ের দাবি যে একজন আইনজীবী গত বৃহস্পতিবার এমন একজন মহিলাকে দেখেছেন একেবারে শিনা বোড়ার (Sheena Bora) মতো দেখতে। ইন্দ্রানী মুখোপাধ্যায়ের এই দাবি অবশ্য নতুন কিছু নয় এর আগেও ২০২১ সালে তিনি দাবি করেছিলেন একজন পুলিশ কর্মী যিনি বর্তমানে বাইকুল্লা জেলে তার প্রতিবেশী, তিনি নাকি শ্রীনগরে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যাওয়ার সময় শিনা বোড়াকে (Sheena Bora) দেখেছেন। তখন সিবিআইকে চিঠিও লিখেছিলেন ইন্দ্রানী। যদিও সেই চিঠির প্রাপ্তি সিবিআই আনুষ্ঠানিকভাবে এখনও অবধি স্বীকার করেনি। শিনা বোড়া (Sheena Bora) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রানীর বিচার প্রক্রিয়া এখনও চলছে। ৬৯ জন সাক্ষী এখনও পর্যন্ত সাক্ষ্যদান করেছে এই মামলায়।
গত শুক্রবার এ নিয়ে ইন্দ্রানী আবেদন করেছেন কোর্টের কাছে তাঁর আইনজীবী রঞ্জিত সাংলির মারফত।
ওই আবেদনে ইন্দ্রানী মুখোপাধ্যায়ের আইনজীবী কোর্টের কাছে আবেদনের করেছেন যে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক এবং সেটা আদালতের সামনে আনা হোক। তার সঙ্গে ইন্দ্রানীকে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলতে দেওয়া হোক।
একটি এফিডেফিডে, ইন্দ্রানীর আইনজীবী বলেছেন যে, একজন আইনজীবী শিনা বোড়ার (Sheena Bora) মত অবিকল একজনকে দেখতে পেয়েছেন, ওই আইনজীবির সহকর্মী একটি ভিডিও করে রেখেছেন ওই মহিলার।
বিচারপতি এসপি নায়েক নিমবালকর, সিবিআই কে নির্দেশ দিয়েছেন , এই আবেদন সম্পর্কে তাদের বক্তব্য জানাতে এবং আদালত এই আবেদনের শুনানির দিন ধার্য করেছে আগামী ১২ই জানুয়ারি।
+ There are no comments
Add yours