মাধ্যম নিউজ ডেস্ক: যা আমাকে সব চেয়ে বেশি তৃপ্ত করে, তা হল আমার যাত্রা ভারত জোড় যাত্রার মাধ্যমেই শেষ হতে পারে। ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের (Congress) প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে কথাগুলি বললেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তার পরেই জোরালো হয়েছে জল্পনা, তাহলে কি এবার রাজনৈতিক জীবনে অবসর নিতে চলেছেন সোনিয়া? কংগ্রেসের এই প্লেনারিতে উপস্থিত রয়েছেন ১৫ হাজার প্রতিনিধি।
সোনিয়া বলেন...
এই সভায় ভাষণ দেন সোনিয়া। বলেন, ভারত জোড় যাত্রা দিয়েই ইনিংস শেষ হল, এটাই আমার কাছে তৃপ্তির। তিনি বলেন, এই যাত্রা আপনাদের সন্ধিক্ষণে এনে ফেলেছে। এই যাত্রা প্রমাণ করে দিয়েছে, ভারতবাসী সর্বতোভাবে সম্প্রীতি, সহিষ্ণুতা এবং সমানাধিকারের পক্ষে। এই যাত্রা দল ও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেকার কথোপকথনের রেওয়াজ ফিরিয়ে আনল। তিনি (Sonia Gandhi) বলেন, বোঝাতে পারলাম, কংগ্রেস আজও মানুষের পাশে রয়েছে। আজও তাঁদের জন্য লড়াই করতে প্রস্তুত। ভারত জোড় যাত্রায় পাশে থাকার জন্য কংগ্রেস নেতা-কর্মীদের অভিনন্দন জানান সোনিয়া। কংগ্রেসের ভূতপূর্ব সভানেত্রী বলেন, যাত্রায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন। বিশেষ করে রাহুলজিকে, যাঁর সংকল্প এবং নেতৃত্ব যাত্রার সাফল্যের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুুন: নিশীথের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি-পাথর, কেন্দ্রীয়মন্ত্রীর ওপর হামলায় উত্তপ্ত কোচবিহার
দেশের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সোনিয়া বলেন, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমরা। সময় অনুকূল নয়। প্রধানমন্ত্রী ও বিজেপি-রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাসন একের পর এক প্রতিষ্ঠানের গলা চেপে ধরেছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেন, নির্মমভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বাছাই করা কিছু ব্যবসায়ীকে গুরুত্ব দিতে গিয়ে দেশের অর্থনীতিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সব চেয়ে মর্মভেদী বিষয় হল যে, ভারতীয়দের পরস্পরের মধ্যে ভীতি এবং ঘৃণার আগুন প্রজ্জ্বলিত করা হচ্ছে। সংখ্যালঘুদের নিশানা করে এরা। সংখ্যালঘু, মহিলা, দলিত, আদিবাসীদের বিরুদ্ধে নিত্য ঘটে চলা অপরাধ এবং বৈষম্যমূলক আচরণকে গুরুত্ব দেওয়া হয় না। সোনিয়া (Sonia Gandhi) বলেন, এরা গান্ধীজিকে অপমান করেছিল। আজ কথায় এবং কাজে আমাদের সংবিধান এবং মূল্যবোধের অবমাননা করে চলেছে প্রতিনিয়ত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours