img

Follow us on

Sunday, Jan 19, 2025

Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম।

img

ভারত - পাকিস্তান ম্যাচ

  2022-07-20 13:30:28

মাধ্যম নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ (India-Pakistan Match) দেখতে অপেক্ষা করে বসে থাকে সবাই। এর মধ্যে ক্রিকেট খেলা হলে তো আর কথাই নেই। এই বছরেই প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেট (Womens Cricket) অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ২০২২ কমনওয়েলথের অন্যতম বিশেষ আকর্ষণই হল মেয়েদের টি-২০ (Womens T20) ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত (India), পাকিস্তান (Pakistan) সহ কমনওয়েলথের অন্তর্ভুক্ত বাকি দেশগুলি অংশ নিচ্ছে। এবারে মেয়েদের ক্রিকেট নিয়ে অন্যরকমের উন্মাদনার সৃষ্টি হয়েছে। ফলে হুহু করে বিক্রি হচ্ছে টিকিট।

আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

২৯ জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট শুরু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১ জুলাই, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, তখন সেই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম (Indian Womens Cricket Team)।

আরও পড়ুন: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

আয়োজকরা আশা করছেন, ৩১ জুলাই ম্যাচ দেখতে গোটা এজব্যাস্টন (Edgbaston) স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড (Ian Reid) বলেন, “আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে এই ম্যাচের জন্য সাধারণ মানুষ সত্যিই আগ্রহী হয়ে পড়েছে। এটি একটি আইকনিক জায়গা, কয়েক সপ্তাহ আগেই পুরুষ ক্রিকেট টিম এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে।” তিনি আরও বলেছেন, “সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা ইভেন্টের জন্য ১২ ​​লক্ষের বেশি টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি আরও বাড়বে। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট খুব শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে।"

৭২টি কমনওয়েলথ দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ বার্মিংহ্যামে অংশ নিচ্ছে। যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র (London Olympics 2012) পর থেকে ব্রিটেনের (UK) সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা হতে চলেছে।

Tags:

Cricket

Commonwealth Games 2022

India Womwn's Cricket Team

India vs Pakistan

CWG 2022

Birmingham Commonwealth Games

India-Pakistan Cricket Match


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর