Sunil Chhetri: ৮২তম গোল করে রোনাল্ডো ও মেসির পরেই এবার ছেত্রীর অবস্থান...
সুনীল ছেত্রী
মাধ্যম নিউজ ডেস্ক: ফের সুনীল ছেত্রীর হাত ধরেই সাফল্য এল ভারতে। বুধবার এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার (2023 AFC Asian Cup Qualifiers)-এর গ্রুপ ডি ম্যাচে কম্বোডিয়াকে ( Cambodia) ২-০ গোলে হারিয়ে জয়লাভ করল ভারত। দু’টি গোলই করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
এদিন তিনি ১৪ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম ও নিজের ৮১তম আন্তর্জাতিক গোলটি করেন ছেত্রী। এরপর বেশ কয়েকটি সুযোগ তাঁর হাতছাড়া হয়। কিন্তু শেষে ম্যাচের দ্বিতীয় তথা কেরিয়ারের ৮২ তম আন্তর্জাতিক গোলটি করতে সক্ষম হন তিনি। আজকের ম্যাচ জেতার পর, ভারত আবার ১১ জুনে আফগানিস্তানের (Afganistan) মুখোমুখি হবে।
আরও পড়ুন :ঘর নেই বাংলার ফুটবল ক্যাপ্টেনের
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সুনীল এখন তিন নম্বরে রয়েছেন। তাঁর সামনে এখন শুধু রোনান্ডো ও মেসি রয়েছেন। পোর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo ) দেশের জার্সিতে ১১৭টি গোল করেছেন। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) দেশের হয়ে ৮৬টি গোল করেছেন। ১২৭ তম ম্যাচে ৮২ তম গোল করে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ছেত্রী।
ম্যাচ জেতার পর ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, "ক্লিন শিট (বিপক্ষকে গোল করতে না দেওয়া) রাখতে পারায়, আমার ভালো লাগছে। আমরা আরও ভাল করতে পারতাম। আমি কঠোর হওয়ার চেষ্টা করছি না। আবহাওয়ার পরিস্থিতের জন্য আমরা পারিনি। কিন্তু যদিও এটি উভয় দলের জন্যই এক ছিল। পুরো ম্যাচে একই গতি বজায় রাখতে পারিনি। কিন্তু আমি অজুহাত দিতে চাই না। তিন পয়েন্ট পেয়ে ভালো লাগছে কিন্তু আমরা আমাদের বেশিরভাগ সুযোগ কাজে লাগাতে পারিনি। হয়তো আমার বয়স হয়েছে বলে আমি কঠোর হচ্ছি কিন্তু হ্যাঁ, এই জয়ে সবমিলিয়ে খুশি আমি।" আফগানিস্তানের সঙ্গে পরবর্তী ম্যাচ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পরবর্তী ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের
এদিকে, ম্যাচের আয়োজকরা কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজাতে ব্যর্থ হওয়ায় ম্যাচের কিছুটা দেরি হয়। ভারতের জাতীয় সঙ্গীতের পর খেলোয়াড়রা কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। ফলে ম্যাচের সময় পিছিয়ে যায়।