যোগ্যতা অর্জন পর্বে ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পয়েন্ট স্কোর করেছেন অদিতি গোপীচাঁদ।
অদিতি গোপীচাঁদ।
মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপে (স্টেজ খ্রি) মহিলাদের কমপাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে নজির তৈরি করল ভারতের অদিতি গোপীচাঁদ। মাত্র ১৬ বছর বয়সেই রেকর্ডের খাতায় নাম তুলে ফেলল অদিতি। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি।
মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপের তিন নম্বর পর্যায়ে যোগ্যতা রাউন্ড পর্বে ঐতিহাসিক কীর্তি গড়েছে ভারতের এই উঠতি তিরন্দাজ। ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিকো অ্যারেওলার ৭০৫ পয়েন্টের পুরনো রেকর্ড। গত মাসে অ্যারেওলা এই রেকর্ড করেছিল। অ্যারিওলার রেকর্ড ভেঙে খুশি অদিতি। বিশ্ব রেকর্ড গড়ে অদিতি বলে, “অসম্ভব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতে পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। আমি এই রেকর্ড ভেঙে অবাক হয়ে গেছি। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি। তা-ও আবার মাত্র ১৬ বছর বয়সে।”
New World Record 🚨
— SAI Media (@Media_SAI) June 14, 2023
Archery🏹 World Cup Stage 3⃣ Columbia#NCOE @SAI_Sonepat trainee Aditi Gopichand Swamy scripts history by creating a world record of 711/720 points, breaking the previous world record of 705/720. pic.twitter.com/j3Nhhe92aM
আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট। যোগ্যতাঅর্জন পর্বে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলও দুর্দান্ত পারফরমেন্স করেছে। ভারতীয় দলের মোট সংগৃহীত পয়েন্ট ২১১৯। কম্পাউন্ড দলে ছিল জ্যোতি সুরেখা ভেন্নম, অদিতি গোপীচাঁদ আর প্রণীত কৌর। অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারেনি ভারতীয় মহিলা কম্পাউন্ড দল। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।
আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে
ছেলেদের বিভাগে ছিল গত বারের চ্যাম্পিয়ন অভিষেক ভার্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে। ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দল দ্বিতীয় স্থানে শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় কম্পাউন্ড দলের সংগ্রহ ২১১২ পয়েন্ট। ভারতীয় পুরুষ কম্পাউন্ড দলে ছিল অভিষেক ভার্মা, ওজস প্রবীণ দেওভালে এবং প্রমথেশ সমাধান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।