img

Follow us on

Sunday, Jan 19, 2025

FIFA World Cup: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

FIFA World Cup: মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করে মেসি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে...

img

আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচের মুহূর্ত

  2022-11-27 09:58:50

মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন নতুন করে প্রাণ ফিরে পেল! মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দেশকে জয় এনে দিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের এখন তেমনটাই মনে হচ্ছে। লিওনেল মেসির দুর্ধর্ষ পারফরম্যান্সে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড।

সৌদির কাছে হার

আগের ম্যাচে সৌদির আরবের কাছে অবাক করা হারের পর আর্জেন্টিনার চাপ ছিল পাহাড় প্রমাণ। ফলে এ বার মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিদের চাপটা ছিল অনেক বেশি। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপে টিকে থাকার কোনও রাস্তা ছিল না মেসিদের। কারণ সি গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে সৌদি আরব হেরে যাওয়ায়, মেসিদের চাপটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তবে সেই চাপ সামলে ফিনিক্স পাখির মত ফিরে এসেছে মেসির আর্জেন্টিনা।

মেসির গুরুত্বপূর্ণ গোল

ম্যাচের পর থেকেই মেসির গোল নিয়ে ট্রেন্ডিং শুরু হয়েছে ‘WHAT A Goal’, তবে বিশেষজ্ঞমহল মনে করেছে, এর থেকেও মেসি আগে ভালো গোল করেছেন। তবে এবারের গোলটি তাৎপর্যপূর্ণ ছিল ও এটি এখন পর্যন্ত তাঁর বিশ্বকাপ জীবনের গুরুত্বপূর্ণ গোল ছিল। এদিন ৬৪ মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন সেই মেসি। ডান দিক থেকে দি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। আবার শেষে ৮৭ মিনিটে গোল করে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান বাড়ালেন এনজো ফার্নান্ডেজ। এরপরের লক্ষ্য পোল্যান্ড।

আরও পড়ুন: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

বিশ্বকাপে টিকে থাকতে কী করতে হবে মেসিদের?

এই জয়ের মানে আর্জেন্টিনা এখন গ্রুপ সি-তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে পোল্যান্ড। সৌদি আরব তিন পয়েন্ট নিয়ে তৃতীয় এবং মেক্সিকো মাত্র এক পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপের নীচে রয়েছে। ১৬-এর রাউন্ডে পৌঁছানোর জন্য তাঁদের এখনও অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সহজভাবে বলতে গেলে, কোনো জটিলতা এড়াতে আর্জেন্টিনাকে তাদের চূড়ান্ত গ্রুপের খেলা জিততে হবে। আর্জেন্টিনা তাদের শেষ গ্রুপ খেলায় পোল্যান্ডকে হারালে, তারা নকআউট রাউন্ডে চলে যাবে। একটি ড্রও তাদের জন্য যথেষ্ট হতে পারে। তবে তাদের তখন সৌদি আরব এবং মেক্সিকোর মধ্যেকার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে, যা একই সঙ্গে খেলা হবে। আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ডের ম্যাচ রয়েছে আগামী বুধবার (বৃহস্পতিবার,  ভারতীয় সময়ে ১২টা ৩০ মিনিটে)।

মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি

মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করলেন লিওনেল মেসি। এই গোলের সঙ্গে সঙ্গে এ বারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। এ বারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। আর এর সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে। বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও ৮টি গোল করে ফেললেন বিশ্বকাপে। মেসি ও মারাদোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন।

 

Tags:

Argentina

Fifa World Cup

FIFA World Cup 2022

Argentina vs Mexico

ARG vs MEX


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর