আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৫ তম শতরান করলেন বিরাট কোহলি
আজকের ম্যাচে
মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। এরপর দীর্ঘ তিন বছর পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট। এই শতরান হাঁকিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই বিরাটের সর্বকালের সর্বোচ্চ স্কোর। কোহলি বরাবার আগ্রাসী ব্যাটিং করতেই দেখা যায়। কিন্তু আহমেদাবাদে দেখা গেল অন্য বিরাটকে ঠান্ডা মাথায় নিজের ইনিংস গড়েন। ২৪১ বলে শতরান করেন তিনি। যার মধ্যে কেবল ৫ বাউন্ডারি মারেন। অর্থাৎ ৮০ রান সিঙ্গেলে নিয়েছেন কোহলি। ফলে লাল বলে ক্রিকেটে শতরানের খরা কাটাতে কম কষ্ট করতে হয়নি বিরাটকে।
কোহলি নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান পূর্ণ করেন। সব থেকে টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটি কোহলির ৮ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাসকরকে। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি ১৬ নম্বর আন্তর্জাতিক শতরান।
দেশের মাটিতে এটি বিরাট কোহলির (Virat Kohli) ৫০তম টেস্ট ম্যাচ। কেরিয়ারের স্মরণীয় ম্যাচে আরও একটি নজির গড়েন বিরাট কোহলি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান পূরণ করেন বিরাট কোহলি। ৫৯ রান করতেই এই রেকর্ড করেন কোহলি (Virat Kohli)।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৫ তম শতরান করলেন বিরাট কোহলি। যা একমাত্র সচিন তেন্ডুলকরের রয়েছে। শততম সেঞ্চুরিরও একমাত্র মালিক সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে আগেই পৌছে গিয়েছিলেন বিরাট (Virat Kohli) এখন। সামনে শুধু সচিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: