img

Follow us on

Sunday, Jan 19, 2025

Andre Russell: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল

সম্প্রতি ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেছিলেন, "দেশের হয়ে খেলার জন্য আমি দ্বারে দ্বারে গিয়ে সকলকে বলতে পারব না"।

img

আন্দ্রে রাসেল।

  2022-08-19 20:08:12

মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। জিততে চান বিশ্বকাপ। দেশের জার্সিতেই শতরান সবচেয়ে বেশি তৃপ্তি দেয় জানালেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। দেশের হয়ে শেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছিলেন তিনি। তারপর আর খয়েরি-হলুদ জার্সি গায়ে বাইশ গজে নামা হয়নি রাসেলের। সম্প্রতি জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে মনোমালিন্যের জেরে রাসেলের জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আইপিএলে কলকাতার হয়ে খেলা তারকা অলরাউন্ডার রাসেল নিজেই জানিয়ে দেন, জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।  

সম্প্রতি ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেছিলেন, "দেশের হয়ে খেলার জন্য আমি দ্বারে দ্বারে গিয়ে সকলকে বলতে পারব না"। টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল সম্পর্কে বলতে গিয়ে এভাবেই বিরক্তি প্রকাশ করেছিলেন সিমন্স। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো যাঁরা দেশের হয়ে না খেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান, মূলত তাঁদের দিকেই ইঙ্গিত করে এ কথা বলেছিলেন কোচ। তবে, কোচের কথার জবাব দিতে খুব বেশি দেরি করেননি রাসেল।

সোশ্যাল মিডিয়ায় ক্যারিবিয়ান অলরাউন্ডার লিখেছিলেন, ‘জানতাম এ রকম কিছুই আসবে, তবে আমি চুপ থাকব।’ তার এই কথার পাশে ছিল রাগের চারটি ইমোজি। পরে অবশ্য সেই পোস্ট মুছে ফেলেন রাসেল। পোস্ট মুছে ফেললেও কোচের সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন মাথাচাড়া দিচ্ছিল। তার মধ্যেই রাসেলের এই কথা, ফের বিতর্ক উসকে দিল। 

আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

রাসেল এখন খেলছেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’-এ। সেখানেই একটি ম্যাচের আগে ধারাভাষ্যকার ড্যারেন স্যামির সঙ্গে কথা বতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাসেল। তিনি বলেন, "অহেতুক সমালোচনা করা হচ্ছে। আমাদের মধ্যে একটি পরিষ্কার আলোচনা হয়েছিল। তারপরও এ ধরনের কথা। তবে, আমি চুপই থাকব, ড্যারেন।"

২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বসেরার খেতাব জিতেছিল। সে দুই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের গুরত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রাসেল। প্রাক্তন অধিনায়ককে রাসেল মনের কথা বলেন। তিনি জানান, "এমন নয় যে আমাকে নতুন করে শুরু করতে হবে। বয়স ৩৪ হয়ে গেছে, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত আরও একটি কিংবা দুটি বিশ্বকাপ জিততে চাই।"

Tags:

West Indies

Andre Russell

Indian Premier League (IPL)

Kolkata Knight Riders (KKR)