img

Follow us on

Thursday, Sep 19, 2024

Asia Cup 2022: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

১০ মাস আগে টি-২০ বিশ্বকাপে এই মাঠেই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আজকের ম্যাচে বদলা চায় দেশের অগণিত ক্রিকেটপ্রেমী। 

img

সম্মুখ সমরে ভারত-পাকিস্তান।

  2022-08-28 11:54:45

মাধ্যম নিউজ ডেস্ক:  পাকিস্তান শুনলেই অবচেতন মনে ভেসে ওঠে এলওসি, জঙ্গি হানা, পুলওয়ামা বা কার্গিল। যদিও এ সবের সঙ্গে বাইশ গজের কোনও সম্পর্ক নেই। তা-ও পাকিস্তানকে সামনে পেলেই গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে ভারতীয়রা। ফের এই স্বপ্ন নিয়েই রবিবাসরীয় সন্ধ্যায় খেলা দেখতে বসবেন ভারতীয় সমর্থকরা। এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্ট প্রত্যেকের নজর আপাতত মহাযুদ্ধের উপরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T-Twenty World Cup) পরে এই প্রথমবার ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল ২২ গজে আরও একবার যুদ্ধ করতে নামছে।

 প্রায় ১০ মাস পর আবার ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে।  এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের এই ম্যাচটি রবিবার (২৮ অগাস্ট) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে সাড়ে ৭টায় শুরু হবে। এশিয়া কাপের সম্প্রচার স্টার নেটওয়ার্কে করা হবে, এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পাওয়া যাবে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ন'টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ছ'টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। আর দুটো ম্যাচ জিতেছে পাকিস্তান। একটা ম্যাচ টাই হয়েছিল। তবে, শেষবার গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। শাহীন শাহ আফ্রিদি একাই ভারতীয় ব্যাটিং লাইনে ধস নামিয়েছিলেন। যদিও সেই হারকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের মঞ্চে এ বার, কুড়ি-বিশের বিশ্বকাপের ম্যাচে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন হিটম্যানরা। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। এই টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান মাত্র ২ বার এই টুর্নামেন্টে জিতেছে। তা সত্ত্বেও কোনওভাবেই বাবরদের হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। 

আরও পড়ুন: '১০ বছরে প্রথমবার টানা একমাস আমি...', নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

পাকিস্তানের সেরা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি কুঁচকির চোটের জন্যে নেই। ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিমও। ঠিক তেমনই নেই ভারতের একনম্বর বোলার যশপ্রীত বুমরাও। পূর্ণ দল নিয়ে মাঠে নামতে পারছে না কেউই। আজ ভারতীয়দের চোখ থাকবে বিরাট কোহলির দিকে। ফর্ম হারানো প্রাক্তন নেতা কি এই ম্যাচে নিজের  য়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে কোহপুরনো ফর্লিম ফিরে পাবেন?  প্রশ্ন ভারতের ব্যাটিং লাইন আপ নিয়েও। গত কয়েক ম্যাচে একাধিকবার ব্যাটিং অর্ডার বদলেছে মেন ইন ব্লু। আজ সেটা করলে খেসারত দিতে হতে পারে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়াদের বড় ইনিংস খেলতেই হবে। বুমরার পরিবর্তে আক্রমণের দায়িত্ব বর্তাবে ভুবনেশ্বর কুমার  হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিংদের ওপর। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম, ফকর জামানদের বিরুদ্ধে আজ চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলাররা। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

pakistan

India

ASIA Cup 2022

India vs Pakistan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর