ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ফাইনালে খেলবেন না মাহিশ থিকশানা
অনুশীলনের সময় ভারতীয় দল।
মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল ভারত। অলরাউন্ডার অক্ষর প্যাটেল চোট পেলেন। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে রোহিতরা। আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া ভারত। গত বছরের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এইবারেও ঘরের মাঠে ট্রফি ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিশ্বকাপের আগে এই ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে টিম ইন্ডিয়া। এদিন বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে হারে ভারত। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারেননি রেহিতরা। বিফলে গেছে শুভমান গিলের অনবদ্য শতরান।
শুক্রবার সুপার ফোর পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইবে না। চোট পাওয়ার কারণে ফাইনালে অক্ষরের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটনের অন্তর্ভুক্তি আশ্চর্যজনক নয়। কারণ শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটের টপ অর্ডারের শীর্ষে কয়েকজন বাঁ-হাতি রয়েছে, সে ক্ষেত্রে সুন্দরের অফ-ব্রেকগুলি কাজে আসবে এবং তাঁকে প্রথম পাওয়ারপ্লে ওভারগুলিতেও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?
অন্যদিকে ফাইনালের আগে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। সুপার ফোরের ম্যাচে দাসুন শনাকার দলের স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মাহিশ থিকশানা। চেন্নাই সুপার কিংসের অফ স্পিনারকে ফাইনালে পাবে না শ্রীলঙ্কা। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। শনিবার ক্রিকেট শ্রীলঙ্কা এই খবর জানিয়েছে।
🚨 Injury update 🚨
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 16, 2023
Maheesh Theekshana, who strained his right hamstring during the game against Pakistan, will not be available for the finals.
A scan was done and confirmed the muscle injury.
Sri Lanka Cricket Selectors have brought in Sahan Arachchige into the squad in… pic.twitter.com/7nSzGhHic2
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন থিকশানা। এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য বড় ক্ষতি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ