img

Follow us on

Friday, Nov 22, 2024

Asia Cup 2023: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

Mohammed Siraj: ৬ উইকেটের পুরস্কার ৪ লক্ষ ১৫ হাজার টাকা, পুরোটাই ফিরিয়ে দিলেন! সিরাজের গতিতে নজর দিল্লি পুলিশের

img

সিরাজের সঙ্গে উচ্ছ্বাস সতীর্থদের।

  2023-09-18 09:38:47

মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের স্পেল সিরাজের! এশিয়া কাপের ফাইনালে ইতিহাস লিখেছে ভারত। কলম্বোয় সেই ইতিহাসের নায়ক মহম্মদ সিরাজ। এদিনটাই ছিল সিরাজের। খেলার শুরুতেই এদিন ম্যাচের ইতি টেনে দিয়েছিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে চার রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের জয় প্রায় নিশ্চিত করে দেন সিরাজ। এরপর কাপ জয়টা ছিল সময়ের অপেক্ষা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল সাইটে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মাঠকর্মীদের সম্মান সিরাজের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ম্যাচের সেরা হয়ে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। সেই টাকার পুরোটাই কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওঁরা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা ওঁদের হাতে তুলে দিতে চাই।’’ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, ‘‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে।’’

উইকেট থেকে সাহায্য

লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার। এই প্রসঙ্গে সিরাজ বলেন, ‘‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’’

আরও পড়ুন: সিরাজের অগ্নিবর্ষী বলে ছত্রখান শ্রীলঙ্কা, এশিয়া কাপে দ্বীপরাষ্ট্রে নয়া ইতিহাস ভারতের

সিরাজের গতিতে জরিমানা নেই

এশিয়া কাপের ফাইনালে সিরাজের গতি দেখে খুশি দিল্লি পুলিশ। তাই গতির জন্য সিরাজকে তারা জরিমানা করবে না বলে জানিয়েছে। আগামী দিনেও এ ভাবেই সিরাজ আগুনে বোলিং করুক, সেটাই চায় তারা।শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের বোলিংয়ের পরে এক্স (সাবেক টুইটার)-এ দিল্লি পুলিশ লিখেছে, ‘‘গতির জন্য সিরাজের চালান কাটা (জরিমানা) হবে না।’’

কলকাতা পুলিশকেও আগে এই রকম মজার পোস্ট সমাজমাধ্যমে করতে দেখা গিয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নো বল থেকে শুরু করে গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে কেকেআরের রিঙ্কু সিংহের পাঁচ ছক্কা, সবই জায়গা পেয়েছে সেই তালিকায়। এ বার সিরাজকে নিয়ে মজার পোস্ট করল দিল্লি পুলিশ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

India Cricket

Mohammed Siraj

India vs Sri Lanka

Asia Cup 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর