img

Follow us on

Sunday, Jan 19, 2025

Asia Cup 2023: সেপ্টেম্বরেই বাইশ গজে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

এশিয়া কাপে একই গ্রুপে রাখা হয়েছে দুই দলকেই

img

এশিয়া কাপ।

  2023-01-05 20:26:47

মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে আবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। গত বছরই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিন বার মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দুই দেশ। নতুন বছর শুরু হতেই জানা গেল, ফের কবে বাইশ গজে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ। বৃহস্পতিবার সকালে বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়ে দেন, সেপ্টেম্বর মাসে ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে। দুই দলকেই রাখা হয়েছে একই গ্রুপে।

কোথায় হবে এশিয়া কাপ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি জয় শাহ। এ দিনের ট্যুইটে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, এ বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা,বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছিল, ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, 'ভারত এশিয়া কাপ খেলবে নিরপেক্ষ ভেনুতে।' তবে কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

জয় শাহ সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে এরফলে বদলে যেতে পারে এশিয়া কাপের ভেনু। এর পালটা হিসেবে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, গায়ের জ্বালা মেটাতে আরও বড় বড় হুমকি দিয়েছিল রামিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়া কাপ যদি পাকিস্তান থেকে সরে যায় তাহলে এশিয়া থেকে সরে যাবে তারা। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Asia Cup 2023

india and pakistan

india and pakistan will play in the same group