img

Follow us on

Sunday, Jan 19, 2025

Asia Cup: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু ২৭ অগস্ট থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান ম্যাচ।

img

মুখোমুখি ভারত-পাকিস্তান।

  2022-08-02 19:52:20

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষ রবিবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু ২৭ অগস্ট থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান ম্যাচ। এ বছর শ্রীলঙ্কাতে (Sri Lanka) এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। টুর্নামেন্টের তিনটি ম্যাচ হবে শারজায়। বাকি সমস্ত ম্যাচ আয়োজিত হবে দুবাই স্টেডিয়ামে। সবকটি ম্যাচ হবে স্থানীয় সময় সন্ধে ৬টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট রোহিত শর্মার (Rohit Sharma) ভারত নামবে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে।

এদিন টুর্নামেন্টের সূচি প্রকাশ করে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ লেখেন, “অপেক্ষার অবসান। এশিয়া কাপের সূচি জানিয়ে দিল ACC। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট দারুণ প্ল্যাটফর্ম হতে চলেছে।” গ্রুপ এ-তে রয়েছে ভারত ও পাকিস্তান। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ অগাস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। বি গ্রুপের দলগুলি হল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩০ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরের ম্যাচ শুরু হবে ৩ সেপ্টেম্বর। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। শেষ বার ২০১৮ সালে রোহিত শর্মার নেতৃত্বেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দলকে সাফল্য এনে দেওয়ার গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। প্রথমে ঠিক ছিল ২০২০ সালে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হবে। কিন্তু পাকিস্তানে খেলতে আপত্তি জানায় ভারত। এরই মধ্যে করোনা মহামারীও আঘাত হানে। যার ফলে সাময়িকভাবে স্থগিত রেখে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় টুর্নামেন্ট। ঠিক করা হয় ২০২১ সালের জুন মাসে এশিয়া কাপ আয়োজন করা হবে। কিন্তু তখনও করোনার জেরে তা আয়োজন সম্ভব হয়নি। তারপর অনেক ভাবনা চিন্তার পর এ বছর বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত মার্চে সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহরও পড়ে। এবার অপেক্ষা ঢাকে কাঠি পড়ার।

Tags:

Team India

Asia Cup Cricket

IND v PAK

Rohit Sharma