Asia Cup 2022: ৫ দিনে তিনটে ম্যাচ রোহিতদের! সুপার ফোরে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

রবিবার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সামনে আফগানিস্তান
india
india

মাধ্যম নিউজ ডেস্ক: আবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) শুক্রবার হংকংকে হারিয়ে পাকিস্তান উঠতেই সুপার ফোরের ক্রীড়াসূচি মেনে রবিবারই ফের হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) জানেন, এশিয়ান ক্রিকেটের ইউএসপি হল ভারত-পাকিস্তান ম্যাচ। তাই জমজমাট রবিবারের পরিকল্পনা করে রেখেছেন তিনি। শুধু বাইশ গজে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারলেই ফের পরের বরিবারও এশিয়া কাপের ফাইনালে লড়াই হতে পারে বাবর-রোহিতদের। 

শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সুপার ফোরের খেলা। সুপার ফোরে প্রথম ম্যাচে শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। রবিবার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান। পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ৪ সেপ্টেম্বরের পর ৬ সেপ্টেম্বর মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। ৮ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শারজায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান।

আরও পড়ুন: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে 'নাগিন ডান্স' শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

চলতি টুর্নামেন্টে প্রথম দেখাতে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। তবে এবার লড়াইয়ের আগে রোহিত শর্মাদের সতর্কবার্তা দিয়ে রাখলেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। হংকংয়ের বিরুদ্ধে ৫৭ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন রিজওয়ান। এদিন তিনি জানান, টুর্নামেন্টে একটা হারে দমে যায়নি পাকিস্তান। তিনি বলেন, যে কোনও লড়াইয়ের জন্য তাঁরা প্রস্তুত। সতর্কতার সুরে পাক ওপেনার বলেন, “ভারত-পাক ম্যাচে একটা আলাদা চাপ থাকেই। গোটা বিশ্ব এই লড়াই দেখার অপেক্ষায় থাকে। পাকিস্তানও আত্মবিশ্বাসী। যে কোনও প্রতিপক্ষের সম্মুখীন হতে আমরা তৈরি।”

ভারতকে হুঁশিয়ারি দিলেও পেসার শাহিন আফ্রিদির না খেলাটা বড় ক্ষতির মনে করেন রিজওয়ান। হাত ঘুরিয়ে নাসিম নজর কাড়লেও আফ্রিদির শূণ্যস্থান পূরণ করা কঠিন, বলেই অভিমত পাক ওপেনারের। তবে, যাই হোক রবিবার ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া ওয়াঘার ওপারের দল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles